E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ফাইনালে টাঙ্গাইল জেলা ক্রিকেট দল

২০১৭ জানুয়ারি ১৬ ১৭:৫২:৫৯
ফাইনালে টাঙ্গাইল জেলা ক্রিকেট দল

টাঙ্গাইল  প্রতিনিধি : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্টের আয়োজনে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৬ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় টাঙ্গাইল জেলা ক্রিকেট দল মানিকগঞ্জ জেলা দলকে ৬১ রানে হারিয়ে ফাইনালে উর্ত্তীণ হয়েছে।

রবিবার টাঙ্গাইল স্টেডিয়ামে সকাল ৯টায় টসে জিতে টাঙ্গাইল জেলা দল আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে টাঙ্গাইল জেলা দল ৯ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে। ওপেনিং এ ব্যাট করতে নেমে নাসিউল হক সানী ২০ রান করে। এর পর আলী ওমর রিফাত ২৭, আদনান খান ২৬, মুশফিকুর রনি ১৭, জসিম উদ্দিন ১৪ ও জুনায়েদ সিদ্দিকী ১৭ রান সংগ্রহ করে।

মানিকগঞ্জ জেলা ক্রিকেট দল ১৭৩ রানের টার্গেট নিয়ে মাঠে নেমে ৪০ ওভার ৩ বলে সব কয়টি উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ মো. রনি ২৫ ও রিয়াজুল ২৪ রান সংগ্রহ করে। টাঙ্গাইল জেলা ক্রিকেট দলের পক্ষে সাফায়েত, অর্নব, আদনান ও মুহিদ ২টি করে উইকেট লাভ করে।

খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন, আসিফুর রহমান ও উত্তম গৌর। স্কোরার ছিলেন, শামসাদুল আখতার শামীম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হিসেবে রয়েছে, মো. হাফিজুর রহমান টিপু।
টাঙ্গাইল জেলা ক্রিকেট-অনুর্ধ্ব-১৬ দলের কোচের দায়িত্ব পালন করছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাঙ্গাইল জেলা কোচ মো. আরাফাত রহমান ও ম্যানেজার হিসেবে রয়েছেন বাবুল খান।

আজ সোমবার টাঙ্গাইল স্টেডিয়ামে ময়মনসিংহ জেলা দলের সাথে কিশোরগঞ্জ জেলা দল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে।

(এমএনইউ/এএস/জানুয়ারি ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test