E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বাংলাদেশ-ভারত কনটেইনার ট্রেনের যাত্রা শুরু

২০১৮ এপ্রিল ০৩ ১৪:৩৬:১৮
বাংলাদেশ-ভারত কনটেইনার ট্রেনের যাত্রা শুরু

নিউজ ডেস্ক : বাংলাদেশের সঙ্গে কনটেইনারবাহী ট্রেনের পরীক্ষামূলক যাত্রা শুরু করেছে ভারত। মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় কলকাতার খিদিরপুর এলাকার কনটেইনার কর্পোরেশন অব ইন্ডিয়ার ডক থেকে বাংলাদেশের উদ্দেশে এই ট্রেন ছেড়ে আসে।

এ সময় সেখানে দেশটির পূর্ব রেলের কর্মকর্তা ছাড়াও ভারত সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারতীয় পূর্ব রেলের জি এম হরিন্দ্র রাও, কনকরের সিএমডি কল্যাণ রামা ও মানসী ব্যানার্জী আনুষ্ঠানিকভাবে এই রেল যাত্রার ফ্ল্যাগ অফ করেন।

নতুন চালু হওয়া এই ট্রেনের পরীক্ষামূলক প্রথম যাত্রায় ৩০টি রেকে মোট ৬০টি কনটেইনার রয়েছে। এর মধ্যে ৩০টিতে ভারত সরকারের তরফ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ৩০টি জিপ গাড়ি উপহার হিসেবে পাঠানো হয়েছে।

ভারতের পূর্বাঞ্চলীয় রেলের প্রধান জনসংযোগ কর্মকর্তা রবি মহাপাত্র জানান, পরীক্ষামূলক এই রেলযাত্রায় ভারতের তরফ থেকে উপহার হিসেবে এসব গাড়ি সংযুক্ত করা হয়েছে।

ট্রেনটি কলকাতার খিদিরপুর থেকে ছেড়ে দুপুর বেলায় রাণাঘাটে পৌঁছায়। সেখানে কিছুক্ষণ যাত্রা বিরতির পর সবুজ সঙ্কেত পেলে গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশের দর্শনা সীমান্ত হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

কনটেইনার ট্রেনটি ঠিক কখন ঢাকা পৌঁছাবে সেই বিষয়ে ভারতীয় রেল কর্তৃপক্ষ কিছু জানাতে পারেনি। তারা জানিয়েছেন, রাণাঘাটে ট্রেনটি কিছুক্ষণ যাত্রা বিরতি করবে এবং তবে ট্রেনটির ইঞ্জিন পাল্টানো হবে না।

(ওএস/এসপি/এপ্রিল ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test