E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

২০১৮ এপ্রিল ০৯ ১৬:২৮:২৪
সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

স্টাফ রিপোর্টার : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে (সোমবার) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচকের উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। এর মাধ্যমে টানা চার কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকলো শেয়ারবাজার।

মূল্যসূচকের পাশাপাশি সোমবার উভয় বজারে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ডিএসইতে লেনদেন হওয়া ১৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে কমেছে ১৪৩টির; আর অপরিবর্তিত রয়েছে ৪২টির দাম।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দু’টি মূল্যসূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৭ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৩ পয়েন্টে।

বাজারটিতে লেনদেন হয়েছে ৬৯১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার। আগের দিন লেনদেন হয় ৬২২ কোটি ৫ লাখ টাকার শেয়ার। সে হিসাবে আগের দিনের তুলনায় আজ ৬৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার বেশি হাতবদল হয়েছে।

টাকার অংকে সোমবার ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির মোট ৫৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৪ লাখ টাকার। ১৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ইফাদ অটোস।

লেনদেনে এরপর রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ফরচুন সুজ, কেয়া কসমেটিক, আলিফ ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মাসিটিউক্যালস, মুন্নু সিরামিক এবং বিডি থাই।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স ৫৬ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৮৮ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে আজ লেনদেন হয়েছে ৩২ কোটি ৯৫ লাখ টাকার মেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। লেনদেন হওয়া ২৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে ১২৪টির দাম বেড়েছে, বিপরীতে কমেছে ৮৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।

(ওএস/এসপি/এপ্রিল ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test