E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সরকারি ব্যাংকে ডিএমডি পদে যোগ্যদের তালিকা চেয়েছে মন্ত্রণালয়

২০২০ জানুয়ারি ০৯ ১৫:৫৪:০৩
সরকারি ব্যাংকে ডিএমডি পদে যোগ্যদের তালিকা চেয়েছে মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার : রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের কাছে এসব প্রতিষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতিযোগ্য মহাব্যবস্থাপকদের তালিকা চেয়েছে অর্থ মন্ত্রণালয়।

সম্প্রতি এসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালকদের কাছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. আবদুল আওয়াল স্বাক্ষরিত এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের উপব্যবস্থাপনা পরিচালকের (ডিএমডি) শূন্য পদ পদোন্নতির মাধ্যমে পূরণের লক্ষ্যে পদোন্নতিযোগ্য ফিডার পদধারী মহাব্যবস্থাপকদের তথ্য প্রেরণের অনুরোধ করা হলো।

চিঠিতে আরও বলা হয়, গত ৩১ ডিসেম্বর মহাব্যবস্থাপক হিসেবে যাদের চাকরিকাল ন্যূনতম ২ বছর পূর্ণ হয়েছে তাদের চাকরি সম্পর্কিত তথ্যবলী নির্ধারিত ছকে যথাযথভাবে পূরণপূর্বক সফ্ট ও হার্ড কপি (প্রতিটি ১০ সেট) আগামী ১৫ জানুয়ারির মধ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠাতে হবে। একই সাথে প্রার্থীদের গত ৫ বছরের বার্ষিক গোপনীয় অনুবেদনের মূল কপি প্রেরণ করতে হবে।

(ওএস/এসপি/জানুয়ারি ০৯, ২০২০)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test