E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ই-কমার্স প্রতিষ্ঠান নিয়ে এলেন সাকিব

২০২২ জানুয়ারি ২১ ১৮:৩৩:৩৬
ই-কমার্স প্রতিষ্ঠান নিয়ে এলেন সাকিব

স্টাফ রিপোর্টার : গ্রাহকের অর্থ লোপাট আর পণ্য নিয়ে নয়-ছয়ে দেশের প্রায় সব ই-কমার্স প্রতিষ্ঠান বন্ধ হওয়ার মধ্যেই নতুন ই-কমার্স প্রতিষ্ঠান চালু করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ‘মোনার্ক মার্ট’ নামে শুক্রবার যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি ক্রেতাদের ঝামেলাহীন কেনাকাটার স্বাদ দেবে বলেই ভাষ্য তাদের।

ক্রিকেটের বাইরে রেস্টুরেন্ট ও খামারসহ একাধিক ব্যবসায় যুক্ত আছেন সাকিব আল হাসান। তারই ধারাবাহিকতায় এবার ই-কমার্স ব্যবসায় নামলেন তিনি। মোনার্ক হোল্ডিংসের অঙ্গ প্রতিষ্ঠান মোনার্ক মার্টের চেয়ারম্যান হিসেবে রয়েছেন সাকিব আল হাসান। এবারের বিপিএলে ফরচুন বরিশালের গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে প্রতিষ্ঠানটি।

মোনার্ক মার্টের পক্ষ থেকে বলা হচ্ছে, ভোক্তাদের চাহিদা পূরণ করতে কিছু উদ্ভাবনী সেবা নিয়ে এসেছে তারা। ক্রেতাদের সহজ ও ঝামেলাহীন অনলাইন কেনাকাটা এবং দ্রুততম সময়ে পণ্য পৌঁছানো নিশ্চিত করবে প্রতিষ্ঠানটি। এতে দেশের ক্রমবর্ধমান ই-কমার্স ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা যুক্ত হবে। যেখানে থাকবে না গ্রাহকের কোনো ভোগান্তি।

(ওএস/এসপি/জানুয়ারি ২১, ২০২২)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test