E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘পাকিস্তানের অর্থনীতি আমাদের চেয়ে ৪০ গুণ নিচে’

২০২২ জুন ২৩ ০১:১১:৪৬
‘পাকিস্তানের অর্থনীতি আমাদের চেয়ে ৪০ গুণ নিচে’

স্টাফ রিপোর্টার : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, যে ১৬ ডিসেম্বর আমরা এদেশ মুক্ত করলাম, সেদিন পাকিস্তানের অর্থনীতি আমাদের চেয়ে ৭০ গুণ ভালো ছিল। আর আজ পাকিস্তানের অর্থনীতি আমাদের চেয়ে ৪০ গুণ নিচে নেমে গেছে। এ বিজয় এ গৌরব শেখ হাসিনার।

বুধবার (২২ জুন) বিকেলে রাজধানীর গুলশান-২ এর ডিএনসিসি মার্কেটে গুলশান থানা, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ড (আংশিক) আওয়ামী লীগ ত্রিবার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গুলশান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ হেদায়েত উল্লাহ সম্মেলন সঞ্চালনা করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, সারা পৃথিবীতে আমি ঘুরে বেড়াই বাণিজ্যমন্ত্রী হিসেবে, পৃথিবীর দুয়ারে দুয়ারে গিয়ে আমি একটা কথাই শুনি বাংলাদেশ কেমন করে এমন পরিবর্তন হয়ে গেলো। এই যে কোভিডকে আমরা ফেস করলাম এই অঞ্চলে আমরা এক নম্বর, আর সারা পৃথিবীতে ধরলে পাঁচ নম্বর। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশটাকে এ পর্যায়ে নিয়ে এসেছেন।

মন্ত্রী বলেন, আমরা যখন পদ্মা সেতু করতে গেলাম, তখন আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হলাম। আমাদের দেশেরও দু-একজন নামকরা লোক পদ্মা সেতুর টাকাটা বন্ধ করে দিলো। তখন কেউ বিশ্বাস করেনি বিশ্বব্যাংকের টাকা ছাড়া আমরা এই সেতা করতে পারবো। যেমন করে বঙ্গবন্ধু বলেছিলেন- দাবায়ে রাখতা পারবা না, শেখ হাসিনাও তখন একই কথা বললেন, তোমরাও বন্ধ করতে পারবা না। আজ সেই পদ্মা সেতু বাস্তবায়িত হয়েছে। আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। ২০৩০ সালে আমরা আমাদের গৌরব লক্ষ্য অর্জন করবো। আর ২০২৬ সালে এলডিসি থেকে গ্র্যাজুয়েশন হবো। উন্নত দেশের মধ্যে পড়বো।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শবনম জাহান শিলা প্রমুখ।

(ওএস/এএস/জুন ২৩, ২০২২)

পাঠকের মতামত:

১১ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test