E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সিরাজগঞ্জের শিল্প পার্কে এক লাখ মানুষের কর্মসংস্থান হবে: মন্ত্রী

২০২২ নভেম্বর ২৫ ১৬:৫০:৩১
সিরাজগঞ্জের শিল্প পার্কে এক লাখ মানুষের কর্মসংস্থান হবে: মন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি : শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ূন বলেছেন, সিরাজগঞ্জে চারশ একর জমির ওপর প্রতিষ্ঠিত বিসিক শিল্প পার্কে ৮২৯টি কারখানা স্থাপন হবে। এতে প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের নির্মাণকাজ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যেকোনো কারণেই হোক, প্রকল্পটি দেরি হয়ে গেছে। আমরা কাজের অগ্রগতি দেখতে এসেছি। ইতোমধ্যে ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। আশা করছি, আগামী জুনে কাজ শেষ হলে প্রধানমন্ত্রী এর উদ্বোধন করবেন।

বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এখানে জমির প্লট নিতে প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, শিল্প সচিব জাকিয়া সুলতানা, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিকের চেয়ারম্যান মুহা মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/নভেম্বর ২৫, ২০২২)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test