E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিজনেস সামিটের পর্দা নামছে আজ

২০২৩ মার্চ ১৩ ১১:৫৩:০৪
বিজনেস সামিটের পর্দা নামছে আজ

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক বিজনেস সামিটের শেষদিন আজ। সোমবার (১৩ মার্চ) আটটি প্ল্যানারি ও প্যারালাল সেশনের মধ্য দিয়ে পর্দা নামবে সামিটের।

রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজনেস সামিটের আয়োজন করা হয়। তিনদিন হয় এই সামিট। এর আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

বিজনেস সামিটে বিভিন্ন ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধি, এবং ব্যবসায়িক গোষ্ঠীর প্রধানরা উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশ এবং বিশ্ব অর্থনীতি সম্পর্কে আলোচনা করেন এবং বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির ওপর নিজেদের অভিমত তুলে ধরেন।

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, আমি বিশ্বাস করি, বিজনেস সামিট ইভেন্টটি ব্যবসায়িক ধারণা আদান-প্রদান, পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা এবং বাংলাদেশে নতুন ব্যবসার সুযোগ সৃষ্টির জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

এর আগে শনিবার (১১ মার্চ) সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিন সামিটের অন্যতম আকর্ষণ ‘বেস্ট অব বাংলাদেশ এক্সপো’র উদ্বোধন করেন তিনি।

(ওএস/এএস/মার্চ ১৩, ২০২৩)

পাঠকের মতামত:

২৮ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test