E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ডিবিএইচ ফাইন্যান্স’র ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা

২০২৫ মে ০৬ ১৮:৫০:১৪
ডিবিএইচ ফাইন্যান্স’র ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা

স্টাফ রিপোর্টার : দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি (ডিবিএইচ) ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ১৭ শতাংশ লভ্যাংশ প্রস্তাব করেছে। সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছে। এ সুপারিশ আগামী ১৯ জুন ২০২৫-এ অনুষ্ঠেয় বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

২০২৪ অর্থবছরে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি কর পরবর্তী নিট মুনাফা করেছে ১০০.৮৫ কোটি টাকা, যা ২০২৩ সালে ছিল ৯৮.৪৪ কোটি টাকা। কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২০২৩ সালের ৪.৯৫ টাকা থেকে বেড়ে ২০২৪ সালে হয়েছে ৫.০৭ টাকা। একই সঙ্গে, শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ২০২৩ সালের ৪৩.৬৩ টাকা থেকে বেড়ে ২০২৪ সালে দাঁড়িয়েছে ৪৭.২৫ টাকায়। ডিবিএইচের ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (সিএআর) ২০২৪ সালের ডিসেম্বর শেষে ৩০.৪৬ শতাংশ এবং রিটার্ন অন ইকুইটি (আরওই) ১১.১৫ শতাংশ। গত বছর প্রতিষ্ঠানটির গৃহঋণ বিতরণের প্রবৃদ্ধি ছিল ১৫ শতাংশ এবং কোর ডিপোজিট পোর্টফোলিও প্রবৃদ্ধি ছিল ১২ শতাংশ।

১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর ডিবিএইচ গত ২৮ বছর ধরে দেশে প্রায় ৬০ হাজারের বেশী পরিবারকে গৃহঋণ প্রদান করেছে। ডিবিএইচ বর্তমানে দেশের সকল বিভাগীয় শহরসহ ১৬টি শাখার মাধ্যমে হোম লোন, ইসলামিক হাউজিং ফাইন্যান্স, সাশ্রয়ী আবাসন লোন ও ডিপোজিট সেবা প্রদান করছে। ডিবিএইচের খেলাপী ঋণের পরিমান ১ শতাংশেরও কম এবং প্রতিষ্ঠানটি গত ১৯ বছর ধারাবাহিকভাবে সর্বো”চ ক্রেডিট রেটিং ট্রিপল এ (AAA) রেটিং অর্জন করেছে।

(পিআর/এসপি/মে ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test