E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘শুরুতেই বে-টার্মিনালে দুই বিলিয়ন ডলার বিনিয়োগ আসবে’

২০২৫ মে ০৮ ১৩:০৯:২০
‘শুরুতেই বে-টার্মিনালে দুই বিলিয়ন ডলার বিনিয়োগ আসবে’

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, শুরুতেই বে-টার্মিনালে দুই বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ আসবে।প্রথম দুটি টার্মিনালের একটিতে পিএসএ সিঙ্গাপুর এবং দ্বিতীয়টিতে ডিপি ওয়ার্ল্ড দুবাই এক বিলিয়ন ডলার করে মোট দুই বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

২০৩১ সালের মধ্যেই বে-টার্মিনাল অপারেশনে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আশিক চৌধুরী আরও জানান, এতে ২৫ হাজার মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান হবে। যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি করবে।

এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বলেন, বে-টার্মিনালে তিনটি টার্মিনাল হবে। দুটি কন্টেইনার টার্মিনাল এবং একটি মাল্টিপারপাস টার্মিনাল। মাল্টিপারপাস টার্মিনালটি ওপেন টেন্ডারের মাধ্যমে হবে। সব মিলিয়ে প্রায় সাড়ে তিন বিলিয়ন ডলার বিনিয়োগ হবে বে-টার্মিনালে।

বৃহস্পতিবার (৮ মে) বে-টার্মিনাল পরিদর্শন শেষে এসব কথা বলে আশিক চৌধুরী। এরপর তিনি চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করেন। দুপুরে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন তিনি।

বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রেস ব্রিফিং করবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

আশিক চৌধুরী বলেন, বে-টার্মিনালে ওয়ার্ল্ড ব্যাংক আমাদের সঙ্গে কাজ করছে। সিঙ্গাপুর আমাদের সঙ্গে একই সময়ে স্বাধীন হয়েছে। তারা বন্দর সুবিধাকে ব্যবহার করে অনেকদূর এগিয়ে গেছে। তারা ট্রেডিং হাবে পরিণত হয়েছে।

(ওএস/এএস/মে ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test