E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘ডলারের দাম হবে বাজারভিত্তিক’

২০২৫ মে ১৪ ১৭:৫৬:২৪
‘ডলারের দাম হবে বাজারভিত্তিক’

স্টাফ রিপোর্টার : মার্কিন ডলারের দাম এখন থেকে ‘বাজার’ ঠিক করবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আজ বুধবার বাংলাদেশ ব্যাংক আয়োজিত সংবাদ সম্মেলনে দুবাই থেকে অনলাইনে যোগ দিয়ে তিনি বলেন, আশা করছি, ডালারের দাম এখনকার দামের আশপাশে থাকবে।

আহসান এইচ মনসুর বলেন, এতে করে আগামী জুনে আইএমএফের দুই কিস্তির অর্থ পাওয়া যাবে।

তিনি আরও বলেন, ডলারের দাম বাজারভিত্তিক করার মানেই যেকোনো দরে কিনবে তেমন না। ডলার এখন যে দরে বেচাকেনা হচ্ছে, বাজারভিত্তিক হলেও দাম তার আশপাশেই থাকবে।

সংবাদ সম্মেলনে গভর্নর আরও বলেন, ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করার এখন ভালো সময়। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, এখন প্রবাসী আয় ভালো আসছে, রিজার্ভও স্থিতিশীল, উন্নতি হয়েছে লেনদেন ভারসাম্যের। আগামী জুন মাসের মধ্যে ৩৫০ কোটি ডলার আসবে। এতে রিজার্ভ আরও বাড়বে। ফলে বিনিময় হার বাজারভিত্তিক করার এটাই ভালো সময়।

ডলারের দাম বাজারভিত্তিক করা নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে কয়েক মাস ধরে বাংলাদেশের দর-কষাকষি চলছিল। সে কারণে আইএমএফ ঋণের কিস্তি ছাড় করছিল না।

গতকাল মঙ্গলবার জানা যায়, বাংলাদেশ ডলারের বিনিময় আরও নমনীয় করতে রাজি হয়েছে। যার পরিপ্রেক্ষিতে চলমান ৪৭০ কোটি ডলারে ঋণের দুটি কিস্তি একসঙ্গে ছাড় করতে রাজি হয়েছে আইএমএফ। এরপর আজ গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ডলারের বিনিময় হার এখন থেকে ‘বাজার’ ঠিক করবে।

(ওএস/এসপি/মে ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test