E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বর্ষসেরা এসএমই ব্যাংকার অ্যাওয়ার্ড জিতলেন ব্র্যাক ব্যাংকের সৈয়দ আব্দুল মোমেন

২০২৫ মে ২০ ১৯:২১:৫০
বর্ষসেরা এসএমই ব্যাংকার অ্যাওয়ার্ড জিতলেন ব্র্যাক ব্যাংকের সৈয়দ আব্দুল মোমেন

স্টাফ রিপোর্টার : ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন কোরাস এসএমই ব্যাংকিং অ্যাওয়ার্ডস ২০২৫-এ বর্ষসেরা এসএমই ব্যাংকার-ব্রোঞ্জ পদক জিতেছেন।

ভিয়েনায় আয়োজিত কোরাস রিইনভেন্ট ফোরামে বিশ্বব্যাপী এসএমই ব্যাংকিংয়েযারা উদ্ভাবন, ইমপ্যাক্ট এবং ট্রান্সফরমেশনের মাধ্যমে অসামান্য অবদান রেখে চলেছেন, তাঁদের সম্মান জানাতে এই পুরস্কারদেওয়া হয়।

ব্র্যাক ব্যাংকের সৈয়দ আব্দুল মোমেনের সাথে এই পুরস্কার জিতেছেন কিউএনবি তুর্কিয়ে-এর ওকে ইলদিরিম (গোল্ড) এবং অ্যালায়েন্স ব্যাংক মালয়েশিয়া বেরহাদ-এর রেমন্ড চুই (সিলভার)-এর মতো স্বনামধ্যন্য গ্লোবাল লিডাররা। সৈয়দ আব্দুল মোমেনের এই অর্জন এসএমই ব্যাংকিংয়ে অগ্রগামী হিসেবে ব্র্যাক ব্যাংকের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।

বিজয়ীদের নির্বাচন করা হয়েছিল কঠোর মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে,যেখানে ৪৭টি দেশের মানুষের দেওয়া ভোটের ফলাফল মূল্যায়নে ছিল একটি অভিজ্ঞ জুরি বোর্ড।

২০০৫ সালে ব্র্যাক ব্যাংকে যোগদানের পর সৈয়দ আব্দুলমোমেন ২০১৭ সালে ব্যাংকটির হেড অব এসএমই ব্যাংকিং হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৫ সালে পদোন্নতি পেয়ে তিনি ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হন। তাঁর নেতৃত্বে দেশে অর্থায়নের সুযোগ বৃদ্ধি, ক্ষুদ্র ব্যবসায়ের উন্নয়ন এবং ইমার্জিং বিজনেসে ব্যাংকিং খাতে বেঞ্চমার্ক স্থাপনের মাধ্যমেব্র্যাক ব্যাংক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ে অনবদ্য হয়ে উঠেছে।

এমন অর্জন সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন,“এইবৈশ্বিক সম্মাননা কেবল সৈয়দ আব্দুল মোমেনের জন্যই নয়, বরং বাংলাদেশের জন্যও গর্বের ও আনন্দের। এটি অন্তর্ভুক্তিমূলক এসএমই ব্যাংকিংয়ে আমাদের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন,যেখানে তিনি সাফল্যের শিখরে পৌঁছেছেন। তাঁর কর্ম এই খাতের সেরাদের সাথে আন্তর্জাতিক অঙ্গনেসম্মানিত হতে দেখা আমাদের জন্য অত্যন্ত গর্বের।”

কোরাস হলোএকটি শীর্ষস্থানীয় অলাভজনকসংস্থা,যারা বিশ্বব্যাপী ১,২০০টিরও বেশি সদস্য প্রতিষ্ঠান নিয়ে কাজ করে। ব্যাংকিং, বিমা ওআর্থিক খাতের লিডারদের নিয়ে এই খাতের রূপান্তর ঘটাতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।

(পিআর/এসপি/মে ২০, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test