E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘পাচারের অর্থ ফেরত আনতে ৩ থেকে ৫ বছর সময় লাগবে’

২০২৫ মে ২৭ ১৮:০৩:৩৮
‘পাচারের অর্থ ফেরত আনতে ৩ থেকে ৫ বছর সময় লাগবে’

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে ১৮ থেকে ২০ বিলিয়ন ডলার পাচার হয়েছে। এসব অর্থ ফেরত আনতে ৩ থেকে ৫ বছর সময় লাগবে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পাচার করা অর্থ ফেরত আনার অভিজ্ঞতা বাংলাদেশের ছিল না জানিয়ে এ সময় আহসান এইচ মনসুর বলেন, এখন আন্তঃমন্ত্রণালয়ের উদ্যোগ আছে। প্রয়োজনীয় বিধি-বিধান সংশোধন করবে সরকার। এ ছাড়া টাস্কফোর্সেরও ক্ষমতা বাড়ানো হবে।

তিনি আরও বলেন, বিদেশে থাকা সম্পদ জব্দ করার কাজ এগিয়ে যাচ্ছে। এরইমধ্যে যুক্তরাজ্যে সম্পদ জব্দ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এই গভর্নর বলেন, এ পর্যন্ত কোনও ব্যবসায়িক অ্যাকাউন্ট বা হিসাব জব্দ হয়নি। সে কারণে ব্যবসা পরিচালনায় প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে না। তবে ব্যক্তিগত হিসাব জব্দ হয়েছে।

(ওএস/এসপি/মে ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test