E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেলো ৩০ শিল্পপ্রতিষ্ঠান

২০২৫ জুন ২৪ ১৩:৩৪:১০
গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেলো ৩০ শিল্পপ্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার : গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড বা পরিবেশবান্ধব কারখানা পুরস্কার পেয়েছে দেশের ৩০টি শিল্পপ্রতিষ্ঠান। মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড নীতিমালা-২০২০’ এর আওতায় গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৫ দেওয়ার জন্য ১৬টি খাতের এ ৩০টি শিল্প-কারখানাকে মনোনীত করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

প্রাণ-আরএফএল গ্রুপের দুটি শিল্পপ্রতিষ্ঠান চরকা টেক্সটাইল লিমিটেড ও হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড পরিবেশবান্ধব কারখানার পুরস্কার পেয়েছে।

তৈরি পোশাক (নিট) খাতে পুরস্কার পেয়েছে নরসিংদীর পলাশের প্রাণ-আরএফএল গ্রুপের চরকা টেক্সটাইল লিমিটেড, গাজীপুরের কালিয়াকৈরের ইকোটেক্স লিমিটেড ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের ফকির ফ্যাশন লিমিটেড। তৈরি পোশাক (ওভেন) খাত থেকে মানিকগঞ্জের সাটুরিয়ার তারাসিমা অ্যাপারেলস লিমিটেড, গাজীপুরের জিরানী বাজারের অকো-টেক্স লিমিটেড, ময়মনসিংহের ভালুকার স্কয়ার ফ্যাশন লিমিটেড পুরস্কার পেয়েছে।

টেক্সটাইল (বস্ত্র) খাতে মানিকগঞ্জের চরকান্দার আকিজ টেক্সটাইল মিলস লিমিটেড, হবিগঞ্জের মাধবপুরের পাইওনিয়ার ডেনিম লিমিটেড, চট্টগ্রাম চান্দগাঁওয়ের কেডিএস টেক্সটাইল মিলস লিমিটেড (ইউনিট-২) ও পটিয়ার ফোর এইচ ডায়িং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড এবার গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেয়েছে।

অটোমোবাইল খাতের একমাত্র প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডের সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারক খাতের তিনটি প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে। এর মধ্যে রয়েছে- নরসিংদীর শাষপুরের ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেড, নরসিংদীর শিবপুরের ফেয়ার ইলেকট্রনিকস লিমিটেড ও গাজীপুরের কালিয়াকৈরের ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অ্যাক্সেসরিজ অ্যান্ড ব্যাকওয়ার্ড লিংকেজ (সরঞ্জাম ও সংযোগ শিল্প) খাত থেকে পুরস্কার পেয়েছে ঢাকার ধামরাইয়ের আদজি ট্রিমস লিমিটেড। খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে পুরস্কার পেয়েছে ধামরাইয়ের আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড। চা-শিল্প থেকে পুরস্কার পেয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জেরিন চা-বাগান ও মির্জাপুর চা-বাগান।

চামড়াশিল্প (তৈরি পণ্য-ফিনিশড গুডস) খাতের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে ময়মনসিংহের ভালুকার সুনিভার্স ফুটওয়্যার লিমিটেড।

এছাড়া পাটখাতে রংপুরের রবার্টসনগঞ্জের কারুপণ্য রংপুর লিমিটেড, টাইলস অ্যান্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ খাতে গাজীপুরের শ্রীপুরের এক্স সিরামিক্স লিমিটেড পুরস্কার পেয়েছে।

এছাড়া প্রসাধনী কারখানা খাতে মুন্সিগঞ্জের গজারিয়ায় রিমার্ক এইচবি লিমিটেড ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড পুরস্কার পেয়েছে। ওষুধ (ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ) খাতে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

জাহাজভাঙা ও জাহাজ নির্মাণ (শিপ বিল্ডিং অ্যান্ড শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজ) খাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, খুলনা শিপইয়ার্ড লিমিটেড ও সীতাকুণ্ডের কেআর শিপ রিসাইক্লিং ইয়ার্ড পরিবেশবান্ধব কারখানা হিসেবে পুরস্কার পেয়েছে।

এছাড়া পুরস্কার পেয়েছে- সিমেন্ট কারখানা খাতে গাজীপুরের কালীগঞ্জের সেভেন সার্কেল (বাংলাদেশ) লিমিটেড ও স্টিল মিল খাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএসআরএম স্টিলস লিমিটেড।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) ওমর মো. ইমরুল মহসিন। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) নতুন সভাপতি আরদাশীর কবির।

পুরস্কার হিসেবে একটি ক্রেস্ট, সনদ এবং এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। এছাড়া অনুষ্ঠানে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২৫’ নিয়ে একটি বুকলেটের মোড়ক উন্মোচন করা হয়।

(ওএস/এএস/জুন ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test