E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এনবিআরের আন্দোলন প্রত্যাহার, কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে

২০২৫ জুন ৩০ ১৩:৩৮:৪৪
এনবিআরের আন্দোলন প্রত্যাহার, কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে

স্টাফ রিপোর্টার : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের কলমবিরতি এবং ‘শাটডাউনসহ’ সব ধরনের আন্দোলন প্রত্যাহারের পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হয়েছে। এতে কর্মচাঞ্চল্য ফিরেছে গোটা বন্দর এলাকায়। স্বস্তি ফিরেছে ব্যবসায়ী মহলে। সোমবার (৩০ জুন) সকাল থেকেই বন্দর ও কাস্টমস কার্যক্রম পুরোদমে চালু হয়েছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, দীর্ঘ এক সপ্তাহের অচলাবস্থার পর আজ সোমবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হয়েছে। কাস্টমস-বন্দরের কর্মকর্তা কর্মচারী ও লেবারদের মধ্যে কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। তবে ট্রাক সংকটের কারণে অনেক পণ্য খালাস করা যাবে না। ২/১ দিনের মধ্যে সব কিছু স্বাভাবিক হয়ে আসবে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সব ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ায় বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হয়েছে। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৩৫টি ভারতীয় পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেছে এবং ২০ ট্রাক পণ্য বেনাপোল থেকে ভারতে রপ্তানি হয়েছে।

রবিবার (২৯ জুন) রাত সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় এনবিআর।

এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা গত সপ্তাহের প্রথম দিকে সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কলমবিরতি পালন করেন। পরে গত শনিবার থেকে ‘সম্পূর্ণ শাটডাউন’ কর্মসূচি শুরু করলে দেশের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রমে চরম অচলাবস্থা দেখা দেয়। এর ফলে বেনাপোলসহ সব স্থলবন্দরে শুল্ক আদায় কার্যক্রম বন্ধ হয়ে যায়। পণ্য খালাস স্থবির হয়ে পড়ে, যা রাজস্ব ঘাটতির পাশাপাশি আমদানি-রপ্তানি বাণিজ্যে বিরূপ প্রভাব পড়ে।

এই অচলাবস্থার পরিপ্রেক্ষিতে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়। সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এনবিআরের কাঠামোগত সংস্কার, পদোন্নতি, নিরপেক্ষতা ও মর্যাদা সংরক্ষণের দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন করে আসছিল।

(ওএস/এএস/জুন ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test