E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কমেছে স্বর্ণের দাম, ভরি ১৭০৫৫১ টাকা

২০২৫ জুলাই ০৮ ০০:৩৭:৫১
কমেছে স্বর্ণের দাম, ভরি ১৭০৫৫১ টাকা

স্টাফ রিপোর্টার : দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৫৭৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার প্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার (০৭ জুলাই) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এরআগে গত সাড়ে চার মাসে ২৬ বার স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। গত ২ জুলাই; ১৫ ও ৫ জুন; ২২, ১৮, ১৫, ৯ ও ৭ মে; ২৩, ২২, ২০, ১৭, ১৩ ও ১১ এপ্রিল; ২৮, ২৬, ১৯, ১৭ ও ৫ মার্চ ২, ৬, ১১, ১৮ ও ২১ ফেব্রুয়ারি এবং ১৬, ২৩ ও ৩০ জানুয়ারি স্বর্ণের দাম বাড়ানো হয়।

তবে দেশের ইতিহাসে গত ২৪ এপ্রিল সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৩৪২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৭২ হাজার ৫৪৫ টাকা, যা অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় ওঠে স্বর্ণের দাম। এ ছাড়া গত ২৯ ও ২৫ জুন; ১৬, ১৩ ১১, ৯ ও ৩ মে; ২৪ ও ২৮ ফেব্রুয়ারি; ২ ও ৯ মার্চ এবং ৮, ১৪ ও ২৩ এপ্রিল স্বর্ণের দাম কমানো হয়। সোমবার আবার স্বর্ণের দাম কমানো হলো।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৫৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৫০৬ টাকা কমিয়ে ১ লাখ ৬২ হাজার ৭৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ২৮৩ টাকা কমিয়ে ১ লাখ ৩৯ হাজার ৫৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৯৬ টাকা কমিয়ে ১ লাখ ১৫ হাজার ৩৯২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৮৪৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রুপার ২ হাজার ৭১৮ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৩৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ৭৫০ টাকা।

এর আগে গত ২ জুলাই ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৮৯০ টাকা বাড়িয়ে ১ লাখ ৭২ হাজার ১২৬ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৭০৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৪ হাজার ২৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৫৪০ টাকা বাড়িয়ে ১ লাখ ৪০ হাজার ৮৩১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৩১৮ টাকা বাড়িয়ে ১ লাখ ১৬ হাজার ৪৮৮ টাকা নির্ধারণ করা হয়।

তার আগে গত ২৯ জুন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪০৬ টাকা কমিয়ে ১ লাখ ৬২ হাজার ৫৯৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৩৫ টাকা কমিয়ে ১ লাখ ৩৯ হাজার ২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৮৩১ টাকা কমিয়ে ১ লাখ ১৫ হাজার ১৭০ টাকা নির্ধারণ করা হয়।

(ওএস/এএস/জুলাই ০৮, ২০২৫)


পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test