E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজবাড়ীতে ফের কাঁচা মরিচের দাম কেজিতে বাড়ল ১৫০ টাকা

২০২৫ জুলাই ১৫ ১৮:০৭:২৬
রাজবাড়ীতে ফের কাঁচা মরিচের দাম কেজিতে বাড়ল ১৫০ টাকা

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে চলতি সপ্তাহে ফের বেড়েছে কাঁচা মরিচের দাম। গত দুই-তিনদিন বৃষ্টি বেশি হওয়ায় বাজারে মরিচের সরবরাহ কমেছে। চলতি সপ্তাহের প্রথম দুই দিন মরিচের দাম কিছুটা কম থাকলেও গত কাল থেকে  প্রতি কেজি কাঁচা মরিচে ১৫০ টাকা বেড়ে ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, বৃষ্টির পানিতে স্থানীয় চাষিদের মরিচ ক্ষেতে পানি জমেছে। এতে কৃষকেরা ক্ষেত থেকে মরিচ তুলতে না পারায় বাজারে সরবরাহ কমেছে। এ কারণে বিভিন্ন জেলা থেকে মরিচ সরবারহ করছেন ব্যবসায়ীরা। আর সরবরাহ করার কারণে মরিচের দাম বৃদ্ধি পেয়েছে বলে জানান তারা।

তারা আরো জানান, স্থানীয় চাষিদের উৎপাদিত মরিচের ঘাটতি দেখা দেওয়ায় গত সপ্তাহের চাইতে এ সপ্তাহে কেজিতে ১৫০ টাকা দাম বাড়ায় প্রতি কেজি মরিচ মান ভেদে বিক্রি হচ্ছে ২৮০/৩০০ টাকা কেজিতে। গত দুইদিনের চাইতে গতকাল সোমবার ও আজ মঙ্গলবার বাজার দর আরো বেশি বেড়েছে বলে জানা তারা।

ক্রেতারা জানান, বৃষ্টি হলেই এখন কাঁচা মরিচের দাম বাড়ে। এক লাফেই দ্বিগুন দাম বেড়ে মরিচের বাজার দর আবার আকাশচুম্বী হয়ে গেছে। দাম বাড়ার কারণে তারা সামান্য পরিমাণে মরিচ কিনছেন।
তবে এ দাম বেশি দিন যেন স্থায়ী না হয় সেদিকে প্রশাসনকে নজরদারি রাখার আহ্বান জানান তারা।

(একে/এসপি/জুলাই ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test