E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৫ আগস্ট বন্ধ থাকবে সব আর্থিক প্রতিষ্ঠান

২০২৫ জুলাই ২২ ১৪:৫৫:১৩
৫ আগস্ট বন্ধ থাকবে সব আর্থিক প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার : সারাদেশে ব্যাংকসহ সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ৫ আগস্ট (সোমবার) বন্ধ থাকবে। দিনটি ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে সরকার ঘোষিত ছুটির দিন হওয়ায় এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

১৭ জুলাই ব্যাংক বন্ধের বিষয়ে নির্দেশনা দেওয়ার পর সোমবার (২১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে পৃথকভাবে দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের (ফাইন্যান্স কোম্পানি) জন্য বন্ধের প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে, ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা সরকারি প্রজ্ঞাপনে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করা হয় এবং সে অনুযায়ী দেশের সব সরকারি-বেসরকারি অফিস, তফসিলি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকে ছুটির আওতায় আনা হয়।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছুটির দিনটিকে সামনে রেখে সংশ্লিষ্ট সবাইকে আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে ও আর্থিক লেনদেন পরিকল্পনা করে নিতে বলা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট দেশে এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হয়। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা, দমন-পীড়ন ও স্বৈরশাসনের অবসান ঘটে। এদিন দেশের জনগণ একটি গণজাগরণে অংশ নিয়ে পরিবর্তনের পথ রচনা করে। ক্ষমতা পরিবর্তনের মধ্য দিয়ে দীর্ঘ সময় রাষ্ট্রক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার বিদায় নেয় এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার নতুন অধ্যায় শুরু হয়।

(ওএস/এএস/জুলাই ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২৯ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test