E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাংলাদেশ থেকে পাটপণ্য আমদানিতে ভারতের নতুন বিধিনিষেধ

২০২৫ আগস্ট ১২ ১২:১৮:৫২
বাংলাদেশ থেকে পাটপণ্য আমদানিতে ভারতের নতুন বিধিনিষেধ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ থেকে নির্দিষ্ট কিছু পাটপণ্য ও দড়ি স্থলপথে আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। সোমবার (১১ আগস্ট) থেকে নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। খবর এনডিটিভির।

ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেডের (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ থেকে এসব পণ্য শুধুমাত্র মহারাষ্ট্রের নভশেবা সমুদ্রবন্দর দিয়ে আমদানি করা যাবে।

স্থলপথে আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় রয়েছে পাট ও পাটজাতীয় পণ্যের কাপড়, পাটের দড়ি বা রশি, পাটজাতীয় পণ্য দিয়ে তৈরি দড়ি বা রশি এবং পাটের বস্তা বা ব্যাগ।
এর আগে গত ২৭ জুন আরেক প্রজ্ঞাপনে ভারত বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে বেশ কয়েক ধরনের পণ্য আমদানিতে বিধিনিষেধ দিয়েছিল। স্থলবন্দর দিয়ে আমদানি বিধিনিষেধ দেওয়া ওই সব পণ্যের মধ্যে ছিল—কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড়।

গত ১৭ মে স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের আসবাব, সুতা ও সুতার উপজাত, ফল ও ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয় প্রভৃতি পণ্য আমদানিতে বিধিনিষেধ দিয়েছিল ভারত।

তার আগে ৯ এপ্রিল ভারতের কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধা প্রত্যাহার করেছিল দেশটি।

(ওএস/এএস/আগস্ট ১২, ২০২৫)

পাঠকের মতামত:

১২ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test