E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

আইসিসিবিতে ১১তম আন্তর্জাতিক ইয়ান, ফেব্রিক্স ও অ্যাকসেসরিজ প্রদর্শণী শুরু

২০২৫ আগস্ট ১৪ ২৩:২৫:৫৩
আইসিসিবিতে ১১তম আন্তর্জাতিক ইয়ান, ফেব্রিক্স ও অ্যাকসেসরিজ প্রদর্শণী শুরু

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে ‘১১তম ইন্টারন্যাশনাল ইয়ান, ফেব্রিক্স অ্যান্ড অ্যাকসেসরিজ সোর্সিং শো অব বাংলাদেশ’।  

বৃহস্পতিবার (১৪ আগস্ট) শুরু হওয়া চার দিনের এই প্রদর্শনী চলবে আগামী ১৭ আগস্ট পর্যন্ত।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী। শেষ দিনে (১৭ আগস্ট) প্রদর্শনী শেষ হবে সন্ধ্যা ৬টায়। ইভেন্টে অংশ নিচ্ছে দেশি-বিদেশি শতাধিক প্রতিষ্ঠান, যাদের মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, চীন, তুরস্কসহ বিভিন্ন দেশের নির্মাতা ও সরবরাহকারী প্রতিষ্ঠান।

প্রদর্শনীতে স্থান পেয়েছে উচ্চমানের ফেব্রিক্স, বিভিন্ন ধরনের ইয়ার্ন, গার্মেন্টস অ্যাকসেসরিজ যেমন বোতাম, চেইন, লেবেল, ট্যাগ, হ্যাঙ্গার এবং আধুনিক প্রযুক্তির মেশিনারি।

আয়োজকদের দাবি, ক্রেতা-বিক্রেতা ও উদ্যোক্তাদের জন্য এটি হবে নতুন ট্রেন্ড, গুণগত মান এবং প্রযুক্তি সম্পর্কে জানার বড় একটি সুযোগ। পাশাপাশি অংশগ্রহণকারীরা সরাসরি ব্যবসায়িক চুক্তি করার সুযোগও পাবেন।

প্রদর্শনীর প্রথম দিন সকাল থেকেই ক্রেতা, উদ্যোক্তা ও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে ফ্যাশন ডিজাইন ও টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীরা নতুন ডিজাইন ও টেকনোলজি সম্পর্কে জানতে বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

উদ্যোক্তারা জানান, এই ধরনের প্রদর্শনী শুধু পণ্যের বৈচিত্র্য দেখার সুযোগই নয়, বরং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরিতেও সহায়ক।

চার দিনব্যাপী এই ইভেন্টে কোনো প্রবেশ ফি নেই। তবে অংশগ্রহণকারীদের অনলাইনে রেজিস্ট্রেশন করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

(ওএস/এএস/আগস্ট ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test