E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ভোমরা বন্দর দিয়ে ফের পেঁয়াজ আমদানি শুরু, যেকোন সময় আমদানি হবে চাল

২০২৫ আগস্ট ১৭ ১৯:০৫:৪৪
ভোমরা বন্দর দিয়ে ফের পেঁয়াজ আমদানি শুরু, যেকোন সময় আমদানি হবে চাল

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : চার মাস ২০ দিন বন্ধ থাকার পর রবিবার থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারতীয় পেঁয়াজ আমদাানি শুরু হয়েছে। তবে যে কোন সময় চাল আমদানি হবে।

আজ রবিবার বিকেলে আমদানিকারক প্রতিষ্ঠান রেবতী কুমার বিশ্বাসের অয়ন ট্রেডার্স দুই ট্রাক ভর্তি ৫০ টন পিঁয়াজ আমদানি করে।

আমদানিকৃত পেঁয়াজের ছাড়কারক প্রতিষ্ঠান ভোমরা বন্দরের সিএ-এফ এজেন্ট মোশাররফ ট্রেডার্সের স্বত্বাধিকারী জিএম আমীর হামজা। চলতি বছরের ২৭ মার্চ এ বন্দর দিয়ে সর্বশেষ পেঁয়াজ আমদানি হয়। সন্ধ্যায় আরো পাঁচ ট্রাক পিঁয়াজ ভোমরা বন্দরে ঢোকে। এখনো নয় ট্রাক পেঁয়াজ আমদানির অপেক্ষায় ভারতের ঘোজাডাঙা বন্দরে অপেক্ষা করছে। রবিবারের আমদানিকৃত পেঁয়াজের পরিমান প্রায় ১৮৫ টন।

৫০ টন ভারতীয় পেঁয়াজের রপ্তানিকারক সুরধারা কমার্সিয়াল প্রতিষ্ঠান লিমিটেড। ছাড়কারক ভারতীয় সিএ-এফ (কার্গো) এ্যসোসিয়শোনের তাপস ট্রেডার্স। ট্রাক নং- ডব্ল্উিবি-২৯সি-৫৭৮৬ ও ডব্ল্উিবি-২৯সি-১৩৮৬। পরবর্তী ট্রাকগুলোর নাম্বার, রপ্তানিকারক প্রতিষ্ঠান ও ছাড়কারক প্রতিষ্ঠানের নাম জানা যায়নি।

এদিকে আমদানিকারক ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী জানান, ২০০ মেট্রিকটন চাল ভোমরা বন্দর দিয়ে গত বুধবার থেকে ভারতের ঘোজাডাঙা বন্দরে আমদানির অপেক্ষায় রয়েছে।

ভোমরা স্থলবন্দরের সহকারি রাজস্ব কর্মকর্তা মোঃ শওকত হোসেন জানান, চলতি বছরের ২৭ মার্চ এ বন্দর দিয়ে সর্বশেষ পিঁয়াজ আমদানি হয়। আজ আবারো পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

(আরকে/এসপি/আগস্ট ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test