E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৬৩৫টিরও বেশি সাপ্তাহিক ফ্লাইটে প্রিমিয়াম ইকোনমি সুবিধা যোগ করছে এমিরেটস

২০২৫ আগস্ট ২৭ ১৯:২৮:১৯
৬৩৫টিরও বেশি সাপ্তাহিক ফ্লাইটে প্রিমিয়াম ইকোনমি সুবিধা যোগ করছে এমিরেটস

বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ার চারটি শহরে এমিরেটস তাদের নতুন প্রজন্মের এয়ারবাস এ৩৫০ পুনঃসজ্জিত এয়ারবাস এ৩৮০ এবং বোয়িং ৭৭৭ ফ্লাইটে জনপ্রিয় প্রিমিয়াম ইকোনমি সেবা যোগ করছে। এমিরেটস এর মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রিমিয়াম ইকোনমি সেবা যোগ করার কথা বলা হয়েছে।

আম্মান, মুম্বাই, মাসকাট এবং বাহরাইনগামী নির্ধারিত ফ্লাইটে প্রিমিয়াম ইকোনমি এবং বিজনেস শ্রেনী আসন যুক্ত হওয়ার ফলে গ্রাহকরা এমিরেটসের বহুল প্রশংসিত অনবোর্ড সেবা উপভোগের সুযোগ পাবেন।

এই উদ্যোগের মাধ্যমে এমিরেটসের প্রিমিয়াম ইকোনমি সুবিধা সাপ্তাহিক ৬৩৫টিরও বেশি ফ্লাইটে সম্প্রসারিত হলো। শীতকাল নাগাদ এয়ারলাইনটি ৬৮টি শহরে প্রিমিয়াম ইকোনমি শ্রেনী সম্বলিত ফ্লাইট পরিচালনা করবে, যার মধ্যে ৩৬টি শহরে একচেটিয়াভাবে এ সেবা থাকবে।

প্রিমিয়াম ভ্রমণে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে এমিরেটস কৌশলগতভাবে তার প্রিমিয়াম ইকোনমি সেবা সম্প্রসারণ করছে। ২০২৫ সালের শেষ নাগাদ এমিরেটসের প্রিমিয়াম ইকোনমি আসন সংখ্যা ২০ লক্ষে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে এ সংখ্যা ১৮ লক্ষের বেশি।

এয়ারলাইনের পুনঃসজ্জিত কর্মসূচি, যা বিমান চলাচল ইতিহাসের অন্যতম বৃহত্তম, দ্রুত এগিয়ে চলেছে। গড়ে প্রতি তিন সপ্তাহে একটি বিমান পুনঃসজ্জিত করা হচ্ছে। পরিকল্পিত ২১৯ টি উড়োজাহাজের মধ্যে এখন পর্যন্ত ৬৭টি উড়োজাহাজ পুনঃসজ্জিত হয়েছে । মোট ১১০টি এয়ারবাস এ৩৮০ এবং ১০৯টি বোয়িং৭৭৭ উড়োজাহাজ পুনঃসজ্জিত করবে। এয়ারলাইনটির বর্তমানে ৯টি এয়ারবাস এ৩৮০ ব্যবহার করে ১৫টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।

(এসকেকে/এসপি/আগস্ট ২৭, ২০২৫)

পাঠকের মতামত:

২৭ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test