E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এমিরেটসের কমার্শিয়াল টিমে গুরুত্বপূর্ণ ৫ নিয়োগ

২০২৫ সেপ্টেম্বর ০৮ ১৮:২৭:২৭
এমিরেটসের কমার্শিয়াল টিমে গুরুত্বপূর্ণ ৫ নিয়োগ

বিশেষ প্রতিনিধি : উড়োজাহাজ বহর ও নেটওয়ার্ক বিস্তার এবং নতুন প্রোডাক্ট চালুর ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রেখে এমিরেটস এয়ারলাইন তাদের কমার্শিয়াল টিমে পাঁচজন অভিজ্ঞ ব্যাক্তিকে নিয়োগ প্রদান করেছে। এমিরেটসের নির্বাহী ভাইস-প্রেসিডেন্ট (প্যাসেঞ্জার সেলস এবং কান্ট্রি ম্যানেজমেন্ট) নাবিল সুলতান কমার্শিয়াল টিমকে নেতৃত্ব দেবেন। এমিরেটসের মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমার্শিয়াল টিমে পাঁচজন অভিজ্ঞ ব্যাক্তিকে নিয়োগ প্রদানের খবর জানিয়েছে।

নতুন নিয়োগের অংশ হিসেবে ম্যাথিউ স্কট এমিরেটস নেটওয়ার্ক প্যাসেঞ্জার সেলস ডেভেলপমেন্ট টিমের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হিসেবে বিশ্বজুড়ে এমিরেটসের বিক্রয় এবং অবকাশ টিমের দায়িত্বে থাকবেন। তিনি ইতোপূর্বে এমিরেটস স্কাইকার্গোর ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আবদুল্লাহ আল ওলামা’কে পদোন্নতি দিয়ে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার রিজিয়নাল ক্লাস্টারের ভাইস-প্রেসিডেন্টের দায়িত্ব দেয়া হয়েছে। এর পূর্বে তিনি দূরপ্রাচ্য অঞ্চলের সিনিয়র রিজিয়নাল ম্যানেজার- কমার্শিয়াল অপারেশন্স হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি দূরপ্রাচ্য, পশ্চিম এশিয়া এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের কমার্শিয়াল কার্যক্রম ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেছেন।

সাব সাহারান আফ্রিকা আঞ্চলিক ক্লাস্টারের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন রশীদ আলার্ধা। তিনি ইতোপূর্বে শ্রীলংকা এবং মালদ্বীপের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্বরত ছিলেন।

দক্ষিণ এবং মধ্য ইউরোপ আঞ্চলিক ক্লাস্টারের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন ফ্লাভিও ঘিরিনঘেলি।

পশ্চিম এবং উত্তর ইউরোপ আঞ্চলিক ক্লাস্টারের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে চলতি মাসেই যোগ দেবেন পিয়েরফ্রান্সিসকো ক্যারিনো।

(এসকেকে/এসপি/সেপ্টেম্বর ০৮, ২০২৫)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test