E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা

২০২৫ সেপ্টেম্বর ১১ ১৩:২১:১৩
৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার : খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এবার বাজেটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭১৯ কোটি ৫০ লাখ ৩৬ হাজার টাকা।

গত বছরের লক্ষ্যমাত্রার তুলনায় যা আড়াই'শ কোটি টাকা কম। এ বাজেটে নতুন কোন কর আরোপ করা হয়নি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সিটি কর্পোরেশন মিলনায়তনে কেসিসির প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার প্রধান অতিথি থেকে এ বাজেট ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান।

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার বলেন, এটি একটি উন্নয়নমুখী বাজেট। এ বাজেটে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিষ্কাশন এবং উন্নয়নের লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবার স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ বাজেটে ডেঙ্গু মোকাবেলা, নগরিক জীবন মান উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ ও উন্নয়নে নানা পরিকল্পনা রয়েছে৷ এছাড়াও ২০২৫ এর জুনে বেশ কিছু বড় প্রকল্প শেষ হওয়ার কারণে এবারের বাজেটের লক্ষ্যমাত্রার হার কমেছে বলে জানিয়েছেন তিনি।

এ সময় সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, কেসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে বাজেটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৯৮১ কোটি ৯৯ লাখ টাকা। যা সংশোধিত আকারে দাঁড়িয়েছে ৬১৮ কোটি ২৫ লাখ টাকায়।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১১ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test