E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

১৩৫ মিলিয়ন ডলায় ব্যয়ে দুবাইয়ে এমিরেটসের নতুন ক্রু প্রশিক্ষণ কেন্দ্র

২০২৫ সেপ্টেম্বর ১৭ ১৭:৪৫:৪৪
১৩৫ মিলিয়ন ডলায় ব্যয়ে দুবাইয়ে এমিরেটসের নতুন ক্রু প্রশিক্ষণ কেন্দ্র

বিশেষ প্রতিনিধি : এমিরেটস এয়ারলাইন নতুন একটি স্টেট-অফ-দা-আর্ট ফ্লাইট ক্রু প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনের ঘোষণা দিয়েছে। দুবাইয়ে নতুন স্থাপনাটি নির্মাণে ব্যয় হয়েছে ১৩৫ মিলিয়ন মার্কিন ডলার। এয়ারবাস এ৩৫০ এবং বোয়িং ৭৭৭এক্স উড়জাহাজের বর্তমান এবং ভবিষ্যৎ পাইলটদের প্রশিক্ষণ দেয়া হবে নতুন এই কেন্দ্রটিতে। নতুন কেন্দ্রটি চালুর ফলে এমিরেটসের বাৎসরিক পাইলট প্রশিক্ষণ সক্ষমতা ৫৪ শতাংশ এবং ৪৫,০০০ ঘন্টা বৃদ্ধি পাবে। এমিরেটসের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দুবাইকে একটি উদীয়মান বৈশ্বিক এভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠিত করতে নতুন এই প্রশিক্ষণ কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন এমিরেটস এয়ারলাইন এবং গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহি শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুম।

৬৩,৩১৮ বর্গফুট জুড়ে বিস্তৃত এই উচ্চ প্রযুক্তির স্থাপনাটিতে ৬টি ফুল ফ্লাইট সিম্যুলেটর বে স্থাপন করা হয়েছে। এটি দুবাইয়ের অন্যান্য এমিরেটস প্রশিক্ষণ কেন্দ্রগুলোর কাছাকাছি অবস্থিত।

প্রশিক্ষণ কেন্দ্রটিতে স্থাপিত সিম্যুলেটরগুলোতে যুক্ত করা হয়েছে সর্বাধুনিক পাইলট সাপোর্টিং স্টেশন, যা প্রশিক্ষণ অভিজ্ঞতাকে নতুন মাত্রা প্রদান করবে। প্রশিক্ষণ সেশনের পূর্বে পাইলটরা তাদের ফ্লাইট ডেক কনফিগারেশনের সুযোগ পাবেন এমন কি ফ্লাইট পরিকল্পনা সাজাতে পারবেন। প্রশিক্ষণ সেশনগুলো রেকর্ড করা হবে এবং পরবর্তীতে প্রশিক্ষকরা তা দেখে পাইলটদের পারফর্ম্যান্স পর্যালোচনা এবং উন্নত করার সুযোগ পাবেন। প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন সুবিধা সংবলিত ৪টি সুবিস্তৃত ক্লাস রুম স্থাপন করা হয়েছে।

ক্রু প্রশিক্ষণ কেন্দ্র ছাড়াও এমিরেটস এয়ারলাইন তাদের নিজস্ব এমপ্লয়ী এবং অন্যান্য এভিয়েশন পেশাদারদের জন্য বিশ্বমানের প্রশিক্ষণ এবং উন্নয়ন প্রোগ্রাম অফার করে থাকে। দুবাইয়ে এমিরেটসের আরো এজাতীয় যেসব স্থাপনা রয়েছে সেগুলো হলো- ক্যাডেটদের জন্য এমিরেটস ফ্লাইট প্রশিক্ষণ একাডেমী, এমিরেটস এভিয়েশন বিশ্ববিদ্যালয়, এমিরেটস কেবিন ক্রু প্রশিক্ষণ কেন্দ্র এবং এমিরেটস এভিয়েশন কলেজ।

(এসকেকে/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

১৭ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test