E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আবারও বাড়ল স্বর্ণের দাম

২০২৫ সেপ্টেম্বর ২১ ১৪:০৩:০৩
আবারও বাড়ল স্বর্ণের দাম

স্টাফ রিপোর্টার : স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে দুই দিনের ব্যবধানে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।  

সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ১৫৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা।

রবিবার (২১ সেপ্টেম্বর) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

শনিবার (২০ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের দর বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর স্বর্ণের দাম কমানো হয়। দুই দিনের ব্যবধানে ফের স্বর্ণের দাম বাড়ানো হলো।

এর আগে ১৭, ১০, ৯, ৮, ৪ ও ২ সেপ্টেম্বর এবং ৩১ ও ২৭ আগস্ট স্বর্ণের দাম আরও ছয় দফা বাড়ানো হয়। এখন দাম বাড়ানোর কারণ হিসেবে বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে, তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৫৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৯৭ টাকা বাড়িয়ে এক লাখ ৮০ হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯৪৫ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৫৪ হাজার ৮৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের ৮০৫ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ২৮ হাজার ৪৭৯ টাকা।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৮১১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম এক হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৮১ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৮৮ হাজার ১৫২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার চারশ টাকা বাড়িয়ে এক লাখ ৭৯ হাজার ৬০২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ২০২ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৫৩ হাজার ১৯৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের এক হাজার ২৬ টাকা বাড়িয়ে দাম এক লাখ ২৭ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২১, ২০২৫)

পাঠকের মতামত:

২১ সেপ্টেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test