E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

এমিরেরটস যাত্রীদের জন্য দুবাইয়ে সাত শতাধিক শীতকালীন অবিশ্বাস্য অফার

২০২৫ নভেম্বর ০৩ ১৭:২৫:১২
এমিরেরটস যাত্রীদের জন্য দুবাইয়ে সাত শতাধিক শীতকালীন অবিশ্বাস্য অফার

বিশেষ প্রতিনিধি : চলতি শীত মৌসুমে দুবাই বা ভায়া দুবাই ভ্রমণকারী বাংলাদেশী যাত্রীরা তাদের “মাই এমিরেটস পাস” ব্যবহার করে আকর্ষণীয় এই নগরীতে ৭০০টিরও বেশি এক্সক্লুসিভ অফার উপভোগ করতে পারবেন। বছর জুড়েই চলতে থাকা “মাই এমিরেটস পাসের” শীতকালীন সংস্করণে আরো বেশ কিছু আকর্ষণীয় অফার যুক্ত করা হয়েছে বলে এমিরেটসের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মাই এমিরেটস পাস’ ব্যবহার করা অত্যন্ত সহজ। যাত্রীরা নির্ধারিত স্থানগুলোতে তাদের এমিরেটস বোর্ডিং পাস (ফিজিক্যাল বা ডিজিটাল) ও বৈধ পরিচয়পত্র প্রদর্শন করেই বিভিন্ন ডিসকাউন্ট সুবিধা নিতে পারবেন। অনলাইনে চেক-ইন করা যাত্রীদের এমিরেটস অ্যাপ বা ওয়ালেটে বোর্ডিং পাস সাথে সাথেই ডাউনলোড করে স্ক্রিনশর্ট সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে , কারণ পরবর্তীতে তা আর পাওয়া যাবেনা।

২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত এই অফার কার্যকর থাকবে। দুবাই অবস্থানকালে যাত্রীদের জন্য বিভিন্ন বিলাসবহুল রেস্টুরেন্টে, শপিং, এবং বিনোদন কেন্দ্রসহ বিভিন্ন স্থানে রয়েছে ডিসকাউন্ট সুবিধা। ‘মাই এমিরেটস পাস’-এর আওতায় যেসকল জনপ্রিয় ও আকর্ষণীয় স্থানগুলো অন্তর্ভুক্ত রয়েছে তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো; আকোয়াভেঞ্চার ওয়াটার পার্ক, স্কাইডাইভ দুবাই, মিউজিয়াম অব দ্য ফিউচার, ইনসাইড বুর্জ আল আরব ট্যুর, আর্টে মিউজিয়াম দুবাই, এবং দ্য মেসি এক্সপেরিয়েন্স।

এ ছাড়াও আগামী ৫ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১১ জানুয়ারি পর্যন্ত যাত্রীদের জন্য অপেক্ষা করছে দুবাই শপিং ফেস্টিভ্যালে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার। শপিং, বিশ্বখ্যাত শিল্পীদের পরিবেশনা, পরিবার-বান্ধব বিনোদন ইত্যাদিতে এই ডিসকাউন্ট অফার প্রযোজ্য হবে। সাথে থাকবে দুর্দান্ত সব পুরস্কার জিতে নেবার সুযোগ।

বর্তমানে এমিরেটস ঢাকা - দুবাই রুটে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে। www.emirates.com সাইটে বিস্তারিত জানা যাবে।

(এসকেকে/এসপি/নভেম্বর ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৩ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test