চালের দাম নিম্নমুখী, বেড়েছে পেঁয়াজের দাম
স্টাফ রিপোর্টার : এই সপ্তাহের বাজারদরে সবচেয়ে বড় পরিবর্তন পেঁয়াজের দামে। এক সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যটির দাম কেজিতে বেড়েছে প্রায় ৪০ টাকা। গত সপ্তাহে যারা ৮০ টাকা কেজিতে পেঁয়াজ কিনেছেন, তারা এখন কিনছেন ১২০ টাকা দরে।
অন্যদিকে, বাজারে আমন ধানের নতুন চাল আসি আসি করছে। এতে চালের দামে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের চেয়ে চালের দাম এখন কেজিপ্রতি ২-৩ টাকা কম।
শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে এমনই চিত্র। বাজারে ক্রেতারা পেঁয়াজের দামে সবচেয়ে বেশি অস্বস্তির কথা বলছেন।
একই কথা বলছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর তথ্যও। অর্থাৎ এক মাসের ব্যবধানে পেঁয়াজের দাম ৫৮ দশমিক ৫২ শতাংশ বেড়ে এখন ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে গত সোমবার থেকে। তবে কিছু পাইকারি বিক্রেতা শুক্রবার জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে পেঁয়াজের দাম কিছুটা কমতে শুরু করেছে। কারণ এ মাসেই নতুন পেঁয়াজ বাজারে আসছে। হুট করে দাম বাড়ায় বাজারে মনিটরিং বাড়িয়েছে সরকার।
খিলগাঁও তালতলা বাজারের বিক্রেতা মনির হোসেন বলেন, চলতি মাসে নতুন পেঁয়াজের একটি বড় চালান বাজারে আসতে শুরু করবে। যা বাজারে পেঁয়াজের দামে ভূমিকা রাখবে। ফলে দাম কিছুটা বাড়লেও আর বাড়ার সুযোগ নেই, বরং কমছে এখন।
কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। যা এক সপ্তাহ আগে বাজার ও মানভেদে বিক্রি হয়েছে মাত্র ৭০-৮০ টাকায়। সে হিসাবে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৪০-৫০ টাকা পর্যন্ত।
রামপুরার মুদি ব্যবসায়ী মাসুদ মিয়া বলেন, এক সপ্তাহই লাগেনি, পেঁয়াজের দাম ৪০ টাকার বেশি বাড়লো। এতে আমাদের বিক্রি কমে গেছে, আবার ক্রেতাদেরও জেরার মুখে পড়তে হচ্ছে।
তিনি জানান, পাইকারি বাজারে এখন প্রতি কেজি পেঁয়াজের দাম ছাড়িয়েছে ১০৮-১১০ টাকা, যা গত বুধবারও একই ছিল। তবে সপ্তাহখানেক আগে পেঁয়াজের পাইকারি দাম ছিল মাত্র ৭২-৭৪ টাকা।
এদিকে, বাজারে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে চালের দামে। কারণ আমনের ভরা মৌসুম শুরু হতে আর বাকি মাত্র ১০-১৫ দিন। এরইমধ্যে কোনো কোনো অঞ্চলে রোপা আমন ধান মাঠ থেকে উঠতে শুরু করেছে।
পাশাপাশি কিছু চাল আমদানিও করা হচ্ছে। এই দুইয়ে মিলে চালের বাজারে স্বস্তির আভাস মিলছে বলে জানিয়েছেন খুচরা ও পাইকারি বিক্রেতারা।
বাজার ঘুরে দেখা গেছে, জিরা, পাইজাম, গুটি স্বর্ণাসহ কয়েক ধরনের চালের দাম কেজিপ্রতি ১ থেকে ২ টাকা কমেছে। দাম এর আগের সপ্তাহেও ১ টাকা করে কমেছিল। সে হিসাবে দুই সপ্তাহের ব্যবধানে দাম কেজিপ্রতি ২-৩ টাকা পর্যন্ত কমেছে।
এখন বাজারে শম্পা কাটারি কিংবা নাজিরশাইলের মতো ভালো মানের সরু চাল বিক্রি হচ্ছে ৭৮-৮০ টাকা কেজি। এ ছাড়া জিরাশাইল, জিরা নাজির, মিনিকেটসহ বিভিন্ন জাতের সরু চাল বিক্রি হচ্ছে ৭০-৭৬ টাকায়।
বিক্রেতারা জানিয়েছেন, এই চালগুলোর দাম গত এক সপ্তাহে কেজিপ্রতি ১ থেকে ২ টাকা কমেছে। তবে মোটা ধরনের ব্রি২৮ চালের দাম স্থির রয়েছে আগের মতোই কেজিপ্রতি ৫৮-৬০ টাকায়।
অন্যদিকে পাইজাম, গুটি স্বর্ণা ও কিছু মোটা জাতের চালের দামও কমেছে কিছুটা। এসব চাল বিক্রি হচ্ছে ৫০-৫৬ টাকা কেজি। গত সপ্তাহ পর্যন্ত তা ছিল ৫২-৫৩ টাকা কেজি।
টিসিবির তথ্যও বলছে, গত এক সপ্তাহে মাঝারি ও মোটা চালের দাম ১-২ টাকা কমেছে। এখন মোটা চাল বিক্রি হচ্ছে ৫৪-৬০ টাকা কেজি, যা কয়েক দিন আগে ছিল ৫৫-৬০ টাকা।
বাজারে ফার্মের মুরগির ডিম ১৪০ টাকার ডজন এবং প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি অপরিবর্তিত দেখা গেছে। এছাড়া তেল, চিনিসহ অন্যান্য মুদি পণ্যের দামেও তেমন হেরফের লক্ষ্য করা যায়নি।
(ওএস/এএস/নভেম্বর ০৮, ২০২৫)
পাঠকের মতামত:
- উৎসবমুখর আমেজে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো জোন কমান্ডার্স স্কলারশিপ
- শিক্ষার্থীকে থাপ্পড়ের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি
- পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি
- ‘গণভোট সংবিধানে নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না’
- ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা, ৭ মাদক কারবারির বিরুদ্ধে চার্জশিট
- ‘নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধানের শীষের ভোট বিপ্লব হবে’
- নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা
- বিশ্বকাপে দল বাড়ানোর ঘোষণা আইসিসির
- ‘ক্যারিয়ারে কয়েকবার বিরতি নিয়েছি, এটা প্রথম না’
- অস্ট্রেলিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় বাংলাদেশের
- ‘হাসিনা-আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে’
- সেলিম ভূঁইয়াসহ ১৫ জনের মনোনয়ন চায় শিক্ষক কর্মচারী ঐক্যজোট
- ‘আমি নির্বাচন নিয়ে কথা বলতে আসিনি’
- চালের দাম নিম্নমুখী, বেড়েছে পেঁয়াজের দাম
- ‘সংস্কারবিরোধী রাজনীতি মুজিববাদকে প্রাসঙ্গিক করে তুলছে’
- 'ভারতীয় টেনিং প্রাপ্ত বিদ্রোহীরা পূর্ব-পাকিস্তানের নাশকতা মূলক কাজে লিপ্ত'
- নগরকান্দায় সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গ্রেপ্তার
- নগরকান্দায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
- ফরিদপুরে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২৫
- ফরিদপুরে মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা ও মহানগর বিএনপির সমাবেশ শোভাযাত্রা
- সাতক্ষীরা-৩ আসনে বিএনপির দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- ফরিদপুরে ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবী অভ্যুত্থান দিবস পালিত
- বাগেরহাটে অন্তঃসত্ত্বা গাভী জবাই করে মাংস ও মাথা নিয়ে গেছে দুর্বৃত্তরা
- মোংলা-খুলনা মহাসড়কে বাস খাদে পড়ে দুই যাত্রী নিহত
- ওটিটি সিনেমায় জুটি বাঁধলেন ইয়াশ-তটিনী
- ‘বাংলাদেশের জার্সি আর গায়ে দেওয়া হলো না’
- সব দ্বিধা কাটিয়ে টেস্ট নেতৃত্বে ফিরলেন শান্ত
- সেগমেন্টের সবচেয়ে সেরা আইপি৬৯ প্রোসহ বাজারে আসছে রিয়েলমি সি৮৫ প্রো!
- আষাঢ়
- পাথরবোঝাই ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ২০
- বিতর্কের মুখে প্রাথমিকের সংগীত-শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাদ
- ফোবানার নতুন সভাপতি বেলাল, নির্বাহী সচিব রউফ
- এনামুল হক খান বাজুস প্রেসিডেন্ট নির্বাচিত
- বিলুপ্তির পথে পঞ্চগড়ের ধামের গান!
- ২০২৭ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল মাদ্রিদে
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- অনারের নতুন প্লে ১০ এখন পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য মূল্যে
- টানা বৃষ্টিতে নুয়ে পড়েছে কৃষকের স্বপ্ন
- নিমে নিরাময় হয় যে সব রোগের
- ‘নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধানের শীষের ভোট বিপ্লব হবে’
- ‘ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই’
- জটিল রোগে আক্রান্ত শাম্মী বাঁচাতে চায়
- ‘গণভোট সংবিধানে নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না’
- ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা, ৭ মাদক কারবারির বিরুদ্ধে চার্জশিট
-1.gif)







