E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘৫ ব্যাংকের শেয়ার শূন্য, গভর্নরের সিদ্ধান্ত চূড়ান্ত নয়’

২০২৫ নভেম্বর ১০ ১৪:৩৬:১২
‘৫ ব্যাংকের শেয়ার শূন্য, গভর্নরের সিদ্ধান্ত চূড়ান্ত নয়’

স্টাফ রিপোর্টার : একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা পাঁচটি ইসলামী ব্যাংক— ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোশ্যাল ইসলামী (এসআইবিএল), এক্সিম, গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দেওয়া বক্তব্য চূড়ান্ত নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিষয়টি এখনো সিদ্ধান্তের পর্যায়ে আছে এবং সরকারই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও তিনি জানিয়েছেন। 

রবিবার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

সাংবাদিকরা প্রশ্ন করেন, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ঘোষণা দিয়েছে— পাঁচটি ব্যাংকের শেয়ার শূন্য হবে। সাধারণ শেয়ারহোল্ডাররা কিছু পাবে না? উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, বিষয়টা আমরা দেখব বলে জানিয়েছি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেটা বলেছেন সেটা তো ফাইনাল (চূড়ান্ত) কথা না। ফাইনাল কথা হলো, সরকার দেখবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সম্প্রতি বলেছেন, তার পদ মন্ত্রী সমমর্যদার হতে হবে। তার এই প্রত্যাশার ব্যাপারে সালেহউদ্দিন আহমেদ বলেন, এটা নিয়ে আমি মন্তব্য করবো না। আমার কাছে যে প্রপোজাল পাঠানো হবে, সেটা আমরা সার্বিকভাবে, সমষ্টিগত সিদ্ধান্ত নেব। তারপর আমরা বলব।

তিনি বলেন, এটা উনি (গভর্নর) বিভিন্ন ফোরামে বলেছেন। আমি আইএমএফের সঙ্গে এ ব্যাপারে কথা বলিনি। এটা সম্পূর্ণ বাংলাদেশ সরকারের একটা এখতিয়ার। এটা উপদেষ্টা পরিষদে যাবে। কোনো সংস্থা বা বাইরে থেকে কেউ কিছু বলবে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমরা বলছি এটা আমাদের নিজস্ব আইন, আমাদের নিজস্ব কনস্টিটিউশন। সেভাবেই করা হবে।

উল্লেখ্য, পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার বিষয়ে গত ৫ নভেম্বর সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের ইকুইটির মূল্য এখন শূন্যের নিচে। ফলে শেয়ারগুলোর ভ্যালু জিরো হিসেবে বিবেচিত হবে। কাউকে কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে না।

(ওএস/এএস/নভেম্বর ১০, ২০২৫)

পাঠকের মতামত:

১০ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test