E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

১১ বছর পর হিলি বন্দর দিয়ে আপেল আমদানি শুরু

২০২৫ নভেম্বর ১০ ১৮:০৬:০৬
১১ বছর পর হিলি বন্দর দিয়ে আপেল আমদানি শুরু

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : দীর্ঘ ১১ বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে ভারতীয় আপেল আমদানি। ফল আমদানির ক্ষেত্রে ট্রাকের চাকা অনুযায়ী শুল্কায়ন প্রথা চালু থাকায় এতোদিন স্থবির থাকা ফল আমদানি কার্যক্রম আবারও সচল হয়েছে। এতে ফিরে আসেছে হিলি বন্দরের শ্রমিক, সিএন্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্টদের মধ্যে কর্মচাঞ্চল্য।

রবিবার (৯ নভেম্বর) বিকালে ভারতের মালদা থেকে ভাই ভাই এন্টারপ্রাইজের রপ্তানিকৃত আপেলবোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে।

চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান খাজা আজমির ট্রেডিং প্রায় ২৫ মেট্রিক টন আপেল আমদানি করেছে। আপেল খালাসের জন্য কাস্টমসে বিল অব এন্ট্রি দাখিল, পরীক্ষণ ও শুল্কায়নসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতিও নেওয়া হয়েছে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী জানান, দীর্ঘদিন পর এক ট্রাক ফল আমদানি হয়েছে। তবে এখনও কোনো আমদানিকারক খালাসের সার্টিফিকেট গ্রহণে আবেদন করেননি। আবেদন পেলেই পরীক্ষণ শেষে দ্রুত সার্টিফিকেট দেওয়া হবে, এরপর কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পণ্য খালাস করা যাবে।

দীর্ঘ বিরতির পর পুনরায় ফল আমদানি শুরু হওয়ায় হিলি স্থলবন্দর এলাকায় আবারও জমে উঠছে আমদানি–রপ্তানিভিত্তিক বাণিজ্যিক কার্যক্রম।

(এসএস/এসপি/নভেম্বর ১০, ২০২৫)

পাঠকের মতামত:

১০ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test