E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিলুপ্ত দ্বাদশ সংসদের সদস্যদের খালাস না হওয়া ৩১ গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ে

২০২৫ নভেম্বর ১২ ১৫:১০:৫৭
বিলুপ্ত দ্বাদশ সংসদের সদস্যদের খালাস না হওয়া ৩১ গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ে

স্টাফ রিপোর্টার : বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের সদস্যদের আমদানিকৃত ৩১টি গাড়ি জনস্বার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি যানবাহন অধিদপ্তরে হস্তান্তরের নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (১২ নভেম্বর) এ তথ্য জানায় এনবিআর।

এনবিআর জানায়, শুল্কমুক্ত সুবিধায় আমদানিকৃত ওই ৩১টি গাড়ির মোট শুল্ক ও করের পরিমাণ ২৬৯ কোটি ৬১ লাখ ৮৯ হাজার ৬০০ টাকা। উচ্চমূল্যের এসব গাড়ির একেকটির প্রদেয় শুল্ক ও করের সর্বোচ্চ পরিমাণ ৯ কোটি ৪৪ লাখ ৮৩ হাজার ৩০০ টাকা এবং সর্বনিম্ন ৮ কোটি ৬২ লাখ ৬৭ হাজার ৪০০ টাকা।

জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুসারে সমুদয় শুল্ক ও কর পরিশোধ না করে গাড়িগুলো খালাস না করায় কাস্টমস আইন, ২০২৩-এর ধারা ৯৪(৩) অনুযায়ী সেগুলো নিলামে তোলা হয়। তবে নিলামে কোনো ক্রেতা যৌক্তিক মূল্য বিড না করায়, জনস্বার্থে গাড়িগুলো যথাযথ ব্যবহারের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তরের জন্য বিশেষ আদেশ জারি করা হয়।

এনবিআর জানিয়েছে, এসব গাড়ির আমদানিকারক ভবিষ্যতে প্রযোজ্য সব শুল্ক ও কর পরিশোধ করে আইনানুগ প্রক্রিয়ায় খালাস করতে চাইলে, কাস্টমস হাউস চট্টগ্রাম শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ ও প্রাসঙ্গিক আইন, বিধি এবং আদেশ মেনে খালাসের অনুমতি দিতে পারবে।

প্রযোজ্য শুল্ক ও কর আদায় সাপেক্ষে গাড়িগুলো ভবিষ্যতে আমদানিকারকের অনুকূলে খালাসের ব্যবস্থা করা হলে সরকারি যানবাহন অধিদপ্তর সেগুলো কাস্টমস কর্তৃপক্ষের নিকট ফেরত দেবে।

এনবিআর আরও জানায়, বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের কিছু সদস্যের বিশেষ শুল্কমুক্ত সুবিধায় আমদানিকৃত গাড়ির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে কি না জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমস হাউসকে জানানো হয়-এসব গাড়ির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা প্রযোজ্য নয়।

গত বছরের ৮ ডিসেম্বর এনবিআর চট্টগ্রাম কাস্টমস হাউসকে নির্দেশনা দেয়, এসব আমদানিকারক স্বাভাবিক হারে শুল্ক ও কর পরিশোধ করে গাড়িগুলো খালাস করতে পারবেন।

(ওএস/এএস/নভেম্বর ১২, ২০২৫)

পাঠকের মতামত:

১২ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test