E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জিডিপিতে ৩২ শতাংশ অবদান, তবুও বৈষম্যের শিকার খুলনা বিভাগ

২০২৫ নভেম্বর ২২ ১৩:৪৫:০০
জিডিপিতে ৩২ শতাংশ অবদান, তবুও বৈষম্যের শিকার খুলনা বিভাগ

স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগের জিডিপিতে অবদান ৩২ শতাংশ। তবু এই বিভাগ নানা সংকটের শিকার। ১০ জেলা, ৫৯ উপজেলা ও ৫৬৮ ইউনিয়নের খুলনা বিভাগের গুরুত্বপূর্ণতা দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক বেশি। কিন্তু বরাবরের মতোই বৈষম্য, অবহেলা ও অমনোযোগিতার মুখোমুখি হচ্ছে বিভাগটি।

ঢাকায় কর্মরত খুলনা বিভাগের সাংবাদিকদের সংগঠন-খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, ঢাকার আয়োজনে ‘খুলনা বিভাগের সংকট ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব সমস্যার কথা তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত গোলটেবিল বৈঠকে খুলনা অঞ্চলের উন্নয়ন, বিনিয়োগ, পরিবেশ, শিল্প-বাণিজ্য, অবকাঠামোগত চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে সাংবাদিক, বিশেষজ্ঞ, গবেষক ও নীতিনির্ধারকরা অংশ নেন।

খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি ও বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাসির আহমাদ রাসেলের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক সচিব ও সাবেক এনবিআর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ।

গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চল হওয়ায় দুর্যোগ লেগেই থাকে। উপকূলীয় অঞ্চলের জন্য স্থায়ী বেড়িবাঁধ দরকার। প্রাকৃতিক দুর্যোগে মুহূর্তেই হাজার হাজার বিঘা জমির মালিক ফকির হয়ে যায়। মলিন বদনে নয়, খুলনাকে আত্মপ্রত্যয়ী হিসেবে দেখতে চাই।

তারা খুলনা বিভাগে গভীর সমুদ্রবন্দর স্থাপন, উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন, সুন্দরবন সুরক্ষা ও উন্নয়ন পেশাজীবী ও মেধা লালন নিয়েও আলোকপাত করেন।

এ সময় খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের উপদেষ্টা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, যশোর এমএম কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মিজানুর রহমান, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মাদ নাসির উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা আমির ও মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজউদ্দীন খান, মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী নাজমুল হুদা, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোহাম্মদ আবদুস সবুর, বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন জামিল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোরসালিন নোমানী, সাংবাদিক সিরাজুল ইসলাম, খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সহ-সভাপতি খালিদ সাইফুল্লাহ এবং সিনিয়র সদস্য আশীষ কুমার দে গোল টেবিল বৈঠকে বক্তব্য রাখেন।

এ সময় অন্যান্যের মধ্যে খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক শেখ রিজভী নেওয়াজ, খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, অর্থ সম্পাদক রহমান আজিজ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, দফতর সম্পাদক আব্দুল হালিম, ক্রীড়া সম্পাদক অন্তু মুজাহিদ ও কল্যাণ সম্পাদক গাজী আকতার উপস্থিত ছিলেন।

ওএস/এএস/নভেম্বর ২২, ২০২৫)

পাঠকের মতামত:

২২ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test