E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এআই-চালিত ডিজিটাল এলসি প্ল্যাটফর্ম ‘প্রাইম বাণিজ্য’ চালু করল প্রাইম ব্যাংক

২০২৫ নভেম্বর ২৫ ১৯:৩৫:৫৭
এআই-চালিত ডিজিটাল এলসি প্ল্যাটফর্ম ‘প্রাইম বাণিজ্য’ চালু করল প্রাইম ব্যাংক

স্টাফ রিপোর্টার : দেশের প্রথম এআই-চালিত ডিজিটাল এলসি ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম ‘প্রাইম বাণিজ্য’ চালু করছে প্রাইম ব্যাংক পিএলসি., যা বাংলাদেশের বাণিজ্য ডিজিটাইজেশন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্প্রতি ঢাকায় আয়োজিত ‘প্রাইম বাণিজ্য’-এর উদ্বোধনী অনুষ্ঠানে করপোরেট গ্রাহক ও ট্রেড পার্টনাররা অংশ নেন। অনুষ্ঠানে ইন্টারঅ্যাকটিভ এক্সপেরিয়েন্স সেশন-এর মাধ্যমে প্ল্যাটফর্মটির উন্নত সুবিধাসমূহ সম্পর্কে জানতে পারেন অংশগ্রহণকারীরা। প্রাইম বাণিজ্য’-এ রয়েছে, ইন্টেলিজেন্ট এলসি ড্রাফটিং, অটোমেটেড কমপ্লায়েন্স চেকিং এবং রিয়েল-টাইম ট্রানজেকশন ট্র্যাকিং।

প্রাইম বাণিজ্য এলসি ব্যবস্থাপনার সম্পূর্ণ প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও নির্ভুল করতে তৈরি করা হয়েছে। এটি ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে অধিক নির্ভুলতা, গতি ও স্বচ্ছতা প্রদান করবে এবং ম্যানুয়াল কাজের পরিশ্রম ও প্রক্রিয়াজনিত বিলম্ব উল্লেখযোগ্যভাবে কমাতে সহায়তা করবে।

সম্প্রতি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (PMI) বাংলাদেশ অ্যাওয়ার্ডস-এ ‘বেস্ট প্রজেক্ট অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট’ ক্যাটাগরিতে অনারেবল মেনশন অর্জন করেছে প্রাইম ব্যাংক, যা ব্যাংকের উদ্ভাবন এবং শৃঙ্খলাবদ্ধ প্রকল্প বাস্তবায়নে উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়েছে। এরই ধারাবাহিকতায় ‘প্রাইম বাণিজ্য’ উদ্বোধন করেছে ব্যাংকটি।

সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান তথ্য কর্মকর্তা; মো. তানভীর বিন হাসান, এভিপি ও লিড ট্রেড অটোমেশন অ্যান্ড ইনোভেশন সহ প্রাইম ব্যাংক পিএলসির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রাইম ব্যাংক বাংলাদেশের বাণিজ্য ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে এবং বিণিন্ন ব্যবসা ডিজিটাল সল্যুশনের মাধ্যমে রূপান্তর করে সামনে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

(পিআর/এসপি/নভেম্বর ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

২৫ নভেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test