E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রামপালে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন 

২০২৫ ডিসেম্বর ০১ ১৮:৪৪:৩৯
রামপালে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন 

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : নভেম্বর মাসে দেশের সর্বোচ্চ ৭০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে রেকর্ড সৃষ্টি করেছে বাগেরহাটের রামপালে ১৩২০ মেগাওয়াট বাংলাদেশ ভারত মৈত্রী সুপার থার্মাল তাপবিদ্যুৎ কেন্দ্র। যা দেশের মোট বিদ্যুৎ চাহিদার ১১.৫ শতাংশ। আজ সোমবার দুপুরে রামপাল মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র এতথ্য নিশ্চিত করেছে। 

রামপালে ১৩২০ মেগাওয়াট বাংলাদেশ ভারত মৈত্রী সুপার থার্মাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, গত মাসে দেশে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি জাতীয়ভাবে রেকর্ড স্থাপন করেছে। নভেম্বর মাসে দেশের সর্বোচ্চ ৭০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে রেকর্ড সৃষ্টি করেছে। এটি দেশের যেকোনো বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে সর্বোচ্চ মাসিক উৎপাদন। যা দেশের মোট বিদ্যুৎ চাহিদার ১১.৫ শতাংশ পুরন করতে পেরেছে রামপাল মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রটি। এত করে দেশের শীর্ষ বিদ্যুৎ উৎপাদনকারী হিসেবে রামপাল মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রটি তার অবস্থান আরো শক্তিশালী করেছে। বিদ্যুৎ উৎপাদনে দেশের মধ্যে এই রেকর্ড সৃষ্টিতে বিদ্যুৎ কেন্দ্রটির উচ্চ শিল্প ক্ষমতা, খাটি কয়লার ব্যবহার ও সম্পদ ব্যবস্থাপনা এবং সুষম আর্থিক ও কর্মক্ষম পরিকল্পনা প্রতিফলিত হয়েছে। ইতিমধ্যেই দেশের জ্বালানি নিরাপত্তার মজবুত ভিত্তিও মজবুদ করেছে।

এর আগে এই বিদ্যুৎ নিয়মিত ভাবে ৬০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করেছে। বাগেরহাটের রামপালে ১৩২০ মেগাওয়াট বাংলাদেশ ভারত মৈত্রী সুপার থার্মাল তাপবিদ্যুৎ কেন্দ্রটির ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিটটি ২০২২ সালের ডিসেম্বর থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এরপ্রায় ১ বছর পর দ্বিতীয় ইউনিট চালুর পর নভেম্বর মাসে প্রথমবার দেশের সর্বোচ্চ ৭০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে রেকর্ড সৃষ্টি করেছে।

(এস/এসপি/ডিসেম্বর ০১, ২০২৫)

পাঠকের মতামত:

০১ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test