E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বড়দিন উপলক্ষে এমিরেটসের আড়ম্বরপূর্ণ আয়োজন

২০২৫ ডিসেম্বর ০৯ ১৭:৩৮:০৭
বড়দিন উপলক্ষে এমিরেটসের আড়ম্বরপূর্ণ আয়োজন

স্টাফ রিপোর্টার : এমিরেটস বিশ্বজুড়ে তাদের নেটওয়ার্কে বড়দিনকে ঘিরে ব্যপক আয়োজন করেছে। পুরো ডিসেম্বর জুড়ে ভ্রমণের প্রতিটি ধাপেই যাত্রীরা পাবেন বিশেষ উৎসবের ছোঁয়া। আগামী কয়েক সপ্তাহে প্রায় ৫০ লাখ যাত্রী এমিরেটসে ভ্রমণ করবে বলে ধারণা করা হচ্ছে। এ সময় বিমানবন্দর লাউঞ্জ থেকে শুরু করে ফ্লাইটগুলোতে যাত্রীদের জন্য থাকছে বিভিন্ন উৎসবমুখর আয়োজন। এমিরেটসের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে বড়দিন উপলক্ষে আড়ম্বরপূর্ণ আয়োজনের খবর জানিয়েছে।

এ সময় মেন্যুতে থাকছে মৌসুমি খাবারের বিশেষ আকর্ষণ। সকল কেবিনে যাত্রীদের পরিবেশন করা হবে হট চকোলেট। প্রথম, বিজনেস ও প্রিমিয়াম ইকোনমি ক্লাসের যাত্রীরা উপভোগ করতে পারবেন বড়দিনের বিশেষ খাবার—স্যালমন গ্রাভাডলাক্স, হার্ব-ক্রাস্টেড ল্যাম্ব শ্যাঙ্ক, ঐতিহ্যবাহী টার্কি ডিনার এবং নানান ধরনের সুস্বাদু ডেজার্ট। ইকোনমি ক্লাসের যাত্রীদের জন্যও থাকছে খাবারের বিশেষ আয়োজন।, শিশুদের পরিবেশন করা হবে থিমভিত্তিক খাবার ও উপহার।

এমিরেটসের বিশ্বব্যাপী লাউঞ্জগুলোতে যাত্রীরা উপভোগ করতে পারবেন শীতকালীন থিমভিত্তিক খাবার আইটেম, হাতে তৈরি ককটেল, শ্যাম্পেইন পেয়ারিং এবং ঐতিহ্যবাহী বড়দিনের মিষ্টান্ন। এ৩৮০ বিমানের অনবোর্ড সোশ্যাল লাউঞ্জে পরিবেশিত হবে বিশেষ মিষ্টি, উৎসবের স্যান্ডউইচ এবং মৌসুমি সেলফি প্রপস।

এমিরেটস ফ্লাইট বিনোদন ব্যবস্থায় থাকছে উৎসবের ছোঁয়া। ৩৯টি বড়দিনের চলচ্চিত্র, ৪২টি টিভি স্পেশাল এবং বিশেষভাবে সাজানো মিউজিক প্লেলিস্ট।

যাত্রীরা এমিরেটস রেড উইন্টার ২০২৫ ক্যাটালগ থেকে ভ্রমণকালে বিশেষ উপহার ক্রয়ের সুবিধা পাবেন। পাশাপাশি, অসহায় শিশুদের সহায়তায় এমিরেটস চালু করেছে “ইউ ডোনেট, এমিরেটস ডাবলস”। যাত্রীরা যে পরিমাণ দান করবেন, এমিরেটস তার সমপরিমাণ যোগ করে সহায়তা তহবিল তৈরি করবে।

এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের ১৪০ এর অধিক গন্তব্যে সুবিধাজনক সংযোগ নিয়ে ভ্রমণ সুবিধা পাচ্ছেন।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test