E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শনিবার ব্যাংক খোলা 

২০২৫ ডিসেম্বর ২৫ ১৩:৩৩:২৪
শনিবার ব্যাংক খোলা 

স্টাফ রিপোর্টার : আগামী শনিবার (২৭ ডিসেম্বর) সারা দেশের ব্যাংক খোলা থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের জামানত এবং ভোটার তালিকার সিডি ক্রয়ের অর্থ ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমাদানের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের বুধবারের (২৪ ডিসেম্বর) সুপারিশের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকে এ নির্দেশনা জারি করেছে।

ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশ জারি করা হয়েছে।

(ওএস/এএস/ডিসেম্বর ২৫, ২০২৫)

পাঠকের মতামত:

২৫ ডিসেম্বর ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test