E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বান্দরবানের পাহাড়ি জনপদে উষ্ণতা ছড়াল ব্র্যাক ব্যাংকের কর্মীরা

২০২৬ জানুয়ারি ০৩ ১৭:৩৪:২২
বান্দরবানের পাহাড়ি জনপদে উষ্ণতা ছড়াল ব্র্যাক ব্যাংকের কর্মীরা

স্টাফ রিপোর্টার : বান্দরবানের পাহাড়ি জনপদের মানুষদের জন্য এক সপ্তাহব্যাপী শীতবস্ত্র সংগ্রহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছেন ব্র্যাক ব্যাংকের কর্মীরা। এই উদ্যোগে ৪০০ টিরও বেশি প্রয়োজনীয় শীতবস্ত্র সংগ্রহ করা হয়। ‘খুশি ছড়াই উষ্ণতায়’ শীর্ষক এই উদ্যোগটি সমাজসেবায় নিয়োজিত যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঝিলিমিলি’-এর সঙ্গে যৌথভাবে পরিচালিত হয়। এই উদ্যোগের আওতায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি কালেকশন বুথ স্থাপন করা হয়, যেখানে ব্যাংকটির সকল স্তরের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে শীতবস্ত্র প্রদান করেন।

এই উদ্যোগে ব্যাংকটির কর্মীরা ২৭০টিরও বেশি হুডি, জ্যাকেট, সোয়েটার ও প্যান্ট প্রদান করেন। পাশাপাশি ৪ থেকে ১৩ বছর বয়সী শিশুদের জন্য ১১০টি শীতবস্ত্র সংগ্রহ করা হয়। এছাড়াও, ৩০টি শাল, মাফলার, দস্তানা ও টুপি এবং ২৮টি কম্বলও সংগ্রহ করা হয়।

ব্যাংকটির বিভিন্ন ডিভিশনের কর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে সংগ্রহ কেন্দ্র পরিচালনা, দানকৃত পোশাক বাছাই এবং ঝিলিমিলির স্বেচ্ছাসেবীদের সঙ্গে সমন্বয়ের কাজে যুক্ত ছিলেন। এই উদ্যোগটি পুরো ব্যাংকে এক অভিন্ন লক্ষ্যের অনুভূতি সৃষ্টি করে, যেখানে সম্মিলিত প্রচেষ্টায় সমাজে অর্থবহ প্রভাব তৈরির লক্ষ্য নিয়ে সবাই কাজ করেছেন।

ভৌগোলিক অবস্থান, সীমিত বাজারব্যবস্থা এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে শীত মৌসুমে বান্দরবানের পাহাড়ি জনপদগুলো নানান রকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়। ব্যাংক থেকে সংগৃহীত শীতবস্ত্রগুলো ঝিলিমিলির স্বেচ্ছাসেবীরা এসব জনপদে বিতরণ করবেন।

এমন মহতী উদ্যোগ নিয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “এই উদ্যোগ আমাদের সহকর্মীদের ঐক্য ও সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত। আমরা শুধু শীতবস্ত্র সংগ্রহ করছি না, বরং যাদের সবচেয়ে বেশি প্রয়োজন, তাঁদের কাছে উষ্ণতা পৌঁছে দিচ্ছি। আমরা ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখবো।”

এ ধরনের উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক সহায়তা ও সহানুভূতির চর্চাকে বাস্তবে রূপ দিচ্ছে। ব্যাংকটি ব্যাংকিংয়ের বাইরেও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও সামাজিক দায়বদ্ধতার ব্যাপারে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

(পিআর/এসপি/জানুয়ারি ০৩, ২০২৬)

পাঠকের মতামত:

০৫ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test