E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ব্র্যাক ব্যাংকের নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আসিফ বিন ইদ্রিস 

২০২৬ জানুয়ারি ০৪ ১৯:০৫:০১
ব্র্যাক ব্যাংকের নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আসিফ বিন ইদ্রিস 

স্টাফ রিপোর্টার : ব্র্যাক ব্যাংক মো: আসিফ বিন ইদ্রিসকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং হিসেবে নিয়োগ দিয়েছে। এই নিয়োগ ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর হয়েছে। তিনি ব্যাংকের ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন।  

ব্যাংকিং খাতে ২২ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন আসিফ বিন ইদ্রিস কৌশলগত নেতৃত্ব, পোর্টফোলিও ব্যবস্থাপনা এবং বিজনেস ট্রান্সফর্মেশন বিশেষ দক্ষতার জন্য পরিচিত। ব্র্যাক ব্যাংকে যোগদানের পূর্বে তিনি প্রাইম ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব কমার্শিয়াল ব্যাংকিং হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি এইচএসবিসি ও ইস্টার্ন ব্যাংকেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং ব্যবসা সম্প্রসারণ ও ক্লায়েন্ট ডেভেলপমেন্টে উল্লেখযোগ্য অবদান রাখেন।

আসিফ বিন ইদ্রিসের নিয়োগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আসিফের খাতভিত্তিক গভীর জ্ঞান ও প্রমাণিত নেতৃত্ব আমাদের কর্পোরেট, কমার্শিয়াল ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। শক্ত ভিতের পোর্টফোলিও ও গ্রাহককেন্দ্রিক প্ল্যাটফর্ম গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা আমাদের প্রবৃদ্ধির লক্ষ্যগুলোর সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশে সবচেয়ে আস্থার, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংক হওয়ার অগ্রযাত্রায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

আসিফ বিন ইদ্রিস বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকে মাস্টার অব ব্যাংক ম্যানেজমেন্ট (এমবিএম) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিবিএস ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ব্যাংকিং ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

(পিআর/এসপি/জানুয়ারি ০৪, ২০২৬)

পাঠকের মতামত:

১১ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test