E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঢাকার ধানমন্ডি ৬-এ ব্র্যাক ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

২০২৬ জানুয়ারি ১০ ১৮:৩৩:৫১
ঢাকার ধানমন্ডি ৬-এ ব্র্যাক ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

স্টাফ রিপোর্টার : গ্রাহকদের সর্বোচ্চ মানের এবং আনন্দদায়ক ব্যাংকিং সেবা উপহার দিতে ঢাকার ধানমন্ডি ৬ এলাকায় একটি নতুন শাখা উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। গত ৫ জানুয়ারি ধানমন্ডি এলাকার হাকিম হেরিটেজ টাওয়ারে শাখাটির উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, হেড অব জেনারেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিন আকবর (অব.), সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুন এবং রিজিওনাল হেড নাকিব জামানসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নতুন এই শাখায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি প্রিমিয়াম ব্যাংকিং লাউঞ্জও রয়েছে, যা প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের এক্সক্লুসিভ ব্যাংকিং অভিজ্ঞতা উপহার দেবে।

ধানমন্ডি ৬ শাখাটি শাখাটি গণস্বাস্থ্য নগর হাসপাতাল সংলগ্ন এলাকায় অবস্থিত। কৌশলগতভাবে সুবিধাজনক স্থানে অবস্থিত হওয়ায় এই শাখাটি রিটেইল, এসএমই এবং কর্পোরেট ব্যাংকিং গ্রাহকদের জন্য আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করবে। দেশব্যাপী ব্র্যাক ব্যাংকের কার্যপরিধি এবং ব্যাংকিং নেটওয়ার্ক সম্প্রসারণে এই শাখাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশব্যাপী ৩১০টি শাখা ও উপশাখার বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্ক নিয়ে বর্তমানে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যাংকিং নেটওয়ার্কে পরিণত করেছে।

(পিআর/এসপি/জানুয়ারি ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১১ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test