E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ডিবিএইচ ফাইন্যান্সের বগুড়া শাখার উদ্বোধন

২০২৬ জানুয়ারি ২৪ ১৮:২০:২১
ডিবিএইচ ফাইন্যান্সের বগুড়া শাখার উদ্বোধন

স্টাফ রিপোর্টার : দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিস্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি বগুড়া শহরে তাদের নতুন শাখার উদ্বোধন করেছে। ডিবিএইচ-এর ১৭তম শাখাটি শহরের কেন্দ্রস্থলে রংপুর রোডের বিটু টাওয়ারে অবস্থিত। ডিবিএইচ-এর এই শাখার মাধ্যমে বগুড়া শহর ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহের গ্রাহকদের হোম লোন ও ফিক্সড ডিপোজিট সেবা প্রদান করা হবে।

ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব নাসিমুল বাতেন বগুড়ার শীর্ষস্থানীয় আবাসন নির্মান প্রতিষ্ঠানসমূহের প্রধানদের উপস্থিতিতে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি আশা প্রকাশ করেন যে, ডিবিএইচ-এর বগুড়া শাখা এই অঞ্চলে আবাসন খাতে উল্লেখযোগ্য অবদান রাখবে এবং পাশাপাশি কোম্পানির ব্যবসায় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা পালন করবে। এসময় ডিবিএইচ-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি, যা পূর্বে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড নামে পরিচিত ছিল, তার শক্তিশালী আর্থিক সক্ষমতার জন্য টানা ২০ বছর ধরে সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘ট্রিপল এ’ অর্জন করেছে। কোম্পানিটি প্রচলিত গৃহঋণ এবং শরীয়াহসম্মত ইসলামিক হাউজিং ফাইন্যান্স উভয় স্কিমেই অর্থায়ন করে থাকে।

(পিআর/এসপি/জানুয়ারি ২৪, ২০২৬)

পাঠকের মতামত:

২৪ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test