E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাংলাদেশকে ৫০০ কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ দেবে নাইকো

২০২৬ জানুয়ারি ৩০ ০০:৩৬:০৯
বাংলাদেশকে ৫০০ কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ দেবে নাইকো

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের ছাতকে টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের মামলায় বাংলাদেশের পক্ষে রায় দিয়েছেন আন্তর্জাতিক আদালত। ২০০৫ সালে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কানাডিয়ান কোম্পানি নাইকো রিসোর্সকে চার কোটি ২০ লাখ মার্কিন ডলার (৪২ মিলিয়ন) জরিমানা করা হয়েছে। টাকার অংকে তা ৫০০ কোটি টাকারও বেশি।

সম্প্রতি বিশ্বব্যাংকের আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি কেন্দ্র ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস (ইকসিড) এই সালিশি রায় দিয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান মো. রেজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টেংরাটিলা গ্যাসক্ষেত্রের বিস্ফোরণ সংক্রান্ত নাইকো মামলায় আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনাল বাংলাদেশের পক্ষে অ্যাওয়ার্ড (সালিশি রায়) দিয়েছেন। রায়ে কোম্পানিটিকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের আইনজীবী রায়ের সিনোপসিস (সার-সংক্ষেপ) পাঠিয়েছেন। রায়ের পূর্ণাঙ্গ কপি এখনও পাইনি। পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর আইনজীবীর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

টেংরাটিলা গ্যাসক্ষেত্র দুর্ঘটনা বাংলাদেশের জ্বালানি খাতের ইতিহাসে অন্যতম ভয়াবহ শিল্প বিপর্যয়ের উদহারণ। ২০০৫ সালে সুনামগঞ্জের ছাতক উপজেলার টেংরাটিলা গ্যাসক্ষেত্রে দুই দফায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। গ্যাস উত্তোলনের সময় কূপে চাপ নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে বিশেষজ্ঞরা মনে করেন। এতে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস পুড়ে নষ্ট হয় এবং গ্যাসক্ষেত্রের বড় অংশ ধ্বংস হয়ে যায়। পাশাপাশি আশপাশের গ্রাম, ফসলি জমি ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, বহু মানুষ বাস্তুচ্যুত হয়।

দুর্ঘটনার সময় গ্যাসক্ষেত্রটি কানাডাভিত্তিক কোম্পানি নাইকো রিসোর্সেস লিমিটেড পরিচালনা করছিল। ঘটনার পর দায় ও ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ সরকার ও নাইকোর মধ্যে বিরোধ সৃষ্টি হয়, যা পরে বিশ্বব্যাংকের অধীন ইকসিডে সালিশি মামলায় গড়ায়। টেংরাটিলা দুর্ঘটনা জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ, তদারকি ঘাটতি এবং জাতীয় স্বার্থ রক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে আজও বিবেচিত হয়।

(ওএস/এএস/জানুয়ারি ৩০, ২০২৬)

পাঠকের মতামত:

৩০ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test