E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ডিএসইর নতুন এমডির যোগদান

২০১৬ জুলাই ১২ ১৪:২০:২৩
ডিএসইর নতুন এমডির যোগদান

স্টাফ রিপোর্টার : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)দ্বিতীয় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন কে এ এম মাজেদুর রহমান।

মঙ্গলবার সকালে তিনি যোগদান করেছেন বলে জানিয়েছেন ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান।

এর আগে চলতি বছরের ১৯ জুন ৮২৯তম বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ তাকে ডিএসই ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়।

ডিএসই বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেশন্স ২০১৩ অনুযায়ী ২৭ জুন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠায়। ৩০ জুন কমিশন তার নিয়োগের অনুমোদন দেয়।

পুঁজিবাজার অপারেশন, স্ট্র্যাটেজিক প্ল্যানিং বিজনেস ডেভেলপমেন্ট এবং ব্যালেন্স শিট ম্যানেজমেন্টে দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন মাজেদুর রহমান পেশাগত জীবনে দেশি বিদেশি বিভিন্ন ব্যাংকে সুনামের সঙ্গে সুদীর্ঘ ৩৩ বছর কাজ করেছেন। ডিএসইতে যোগদানের পূর্বে তিনি আমেরিকা ভিত্তিক ই-কারেন্সি মিন্ট ইনকর্পোরেশন-এর কনসালটেন্ট হিসাবে কর্মরত ছিলেন।

ব্যাংকিং জগতে তিনি সর্বশেষ প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন।

মাজেদুর রহমান ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে কৃত্বিতের সঙ্গে উত্তীর্ণ হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিনি ১৯৮১ সালের আগস্ট মাসে এএনজেড গ্রিন্ডলেস ব্যাংক লিমিটেডে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসাবে কর্ম জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি একই ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, ম্যানেজার-পার্সনাল ব্যাংকিং, ফরেন ট্রেড, এরিয়া অপারেশন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি এএনজেড গ্রিন্ডলেস ব্যাংক লিমিটেডের মিডিল ইস্ট এবং আফ্রিকা অঞ্চলের গ্রুপ ইন্টারনাল অডিটর ও গালফ ইন্টারনাল অডিটর, সিনিয়র বিজনেস এনালিস্ট এবং ম্যানেজার বিজনেস প্রসেস রি ইঞ্জিনিয়ারিং পদে দায়িত্ব পালন করেন।

(ওএস/এএস/জুলাই ১২, ২০১৬)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test