E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

‘পুঁজিবাজারের ভবিষ্যত অত্যন্ত উজ্জ্বল’

২০১৬ নভেম্বর ০৩ ১২:০২:২৭
‘পুঁজিবাজারের ভবিষ্যত অত্যন্ত উজ্জ্বল’

স্টাফ রিপোর্টার : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশের পুঁজিবাজারের ভবিষ্যত অত্যন্ত উজ্জ্বল।

তিনি বলেছেন, আগামী দুই বছরের মধ্যে অর্থাৎ ২০১৮ সালের মধ্যে এই উজ্জ্বলের প্রতিফলন দেখা যাবে বলে আশাবাদ করছি।

বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) আয়োজিত ‘বাংলাদেশর পুঁজিবাজার: বতমান অবস্থা এবং ভবিষ্যত সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ধসের পর আমরা শক্ত বাজার ব্যবস্থা তৈরি করেছি। এতে বাজারের প্রতি বিনিয়োগকারীদের বিশ্বাস ও আস্থার সৃষ্টি হয়েছে। ফলে বাংলাদেশের পুঁজিবাজারের ভবিষ্যত অত্যন্ত উজ্জ্বল।

বিএমবিএ’র সভাপতি ছায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক খায়রুল হোসেন, কমিশনের সদস্য ও পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/নভেম্বর ০৩, ২০১৬)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test