E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘ব্যবসায়ীরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে’

২০১৭ ফেব্রুয়ারি ০৪ ১৭:৩০:৩১
‘ব্যবসায়ীরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে’

স্টাফ রিপোর্টার : জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ব্যবসায়ীরাই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আরও এগিয়ে নিয়ে যাবে। তাদের সঙ্গে কৃষকরা তাল মিলিয়ে যাচ্ছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লা আল মামুন।

সৈয়দ আশরাফ বলেন, উদ্ভাবনের দিক দিয়ে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। বাণিজ্য মেলা সেই উদ্ভাবনী শক্তিকে উৎসাহ জোগাবে। ভবিষ্যতে এই মেলা আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে।

হেদায়েতুল্লা আল মামুন বলেন, মাসব্যাপী মেলা সফল করার জস্য ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। এক্ষেত্রে ইপিবিও প্রতি বছর বেশ পরিশ্রম করে। তিনি বলেন, মেলা আয়োজনে আমরা সফল বলেই মানুষ যানজট অপেক্ষা করে মেলায় আসে। তাই মেলাও প্রাণবন্ত হয়েছে।

অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমেদ বলেন, গণতান্ত্রিক পরিবেশে সবার সহযোগিতায় বিদায় হলো মেলা। একসময় বাঁশ দিয়ে স্টল বানানো হলেও সেই গণ্ডি ছাড়িয়ে আজ বিশাল বিশাল প্যাভিলিয়ন হয়েছে। জাপান-হাঙ্গেরি গেলে তারা আমাদের মিলেনিয়াম বলে সম্মাানিত করে। জুতা-ফার্নিচার একসময় আমদানি করা হলেও এখন রফতানি করা হচ্ছে।

তিনি বলেন, ব্যবসায়ীদের অনেক পরিবর্তন হয়েছে, বেশি করে আয় করে ভ্যাটও বেশি করে দেবে। কারণ ব্যবসায়ীদের বিশ্বে অনেক সুযোগ করে দিচ্ছে, মালয়েশিয়া ভিসা এখন ফ্রি করে দিয়েছে।

রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বেগম মাফরুহা সুলতানা বলেন, এবার বিক্রি অর্ডার পাওয়া গেছে ২৪৩ দশমিক ৪৪ কোটি টাকা, পণ্য বিক্রি হয়েছে ১১৩ দশমিক ৫৩ কোটি টাকা।

তিনি বলেন, গতবারের চেয়ে এবার মেলায় ভালো বিক্রি হয়েছে। কোনো রকম ঝামেলা হয়নি। সুষ্ঠুভাবে মেলা সম্পন্ন হয়েছে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test