E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কৃষি ঋণে অনীহা ৬ ব্যাংকের

২০১৭ ফেব্রুয়ারি ২৮ ১২:০৫:৪১
কৃষি ঋণে অনীহা ৬ ব্যাংকের

স্টাফ রিপোর্টার : কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে গুরুত্ব দেয়ার শর্তে চতুর্থ প্রজন্মের বেসরকারি ৯টি ব্যাংক অনুমোদন পায়। কিন্তু চতুর্থ প্রজন্মের ছয়টি ব্যাংক কৃষি ও পল্লী ঋণ বিতরণে অনীহা প্রকাশ করছে । এদের সবাই নির্দিষ্ট লক্ষ্যমাত্রা থেকে অনেক দূরে রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পিছিয়ে আছে ইউনিয়ন ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের সাত মাসে (জুলাই-জানুয়ারি) বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষি খাতে ঋণ দিয়েছে ১২ হাজার ১৫৮ কোটি ৭১ লাখ টাকা। যা পুরো বছরের লক্ষ্যমাত্রার ৬৯ দশমিক ২৮ শতাংশ। চলতি ২০১৬-১৭ অর্থবছরে কৃষি খাতে মোট ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ১৭ হাজার ৫৫০ কোটি টাকা।

তবে সার্বিকভাবে ছয় মাসে ঋণ বিতরণে লক্ষ্যমাত্রা ৬৯ দশমিক ২৮ শতাংশ হলেও চলতি অর্থবছরে এখন পর্যন্ত ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এক টাকাও কৃষি ও পল্লী ঋণ বিতরণ করেনি। একই সঙ্গে দেশের সরকারি, বেসরকারি ও বিদেশি মিলে ৫৫ ব্যাংকের মধ্যে ৩৮ ব্যাংকই কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে রয়েছে।

তথ্য অনুযায়ী, প্রথম সাত মাসে সবচেয়ে কম ১ দশমিক ৯৪ শতাংশ ঋণ বিতরণ করেছে বেসরকারি ইউনিয়ন ব্যাংক লিমিটেড। ব্যাংকটির জন্য ১৯০ কোটি টাকা কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা থাকলেও বিতরণ করেছে মাত্র তিন কোটি ৬৪ লাখ টাকা।

লক্ষ্যমাত্রায় পিছিয়ে থাকা দ্বিতীয় ব্যাংকটি হচ্ছে মধুমতি ব্যাংক লিমিডেট। ব্যাংকটির জন্য পুরো অর্থবছরে ৩০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারিত থাকলেও বিতরণ হয়েছে মাত্র দুই কোটি ৭৬ লাখ টাকা।

কৃষি ঋণ বিতরণে পিছিয়ে থাকা ব্যাংকের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। ব্যাংকটি চলতি অর্থবছরের এ পর্যন্ত ১০৫ কোটি টাকা কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার বিপরীতে ঋণ দিয়েছে মাত্র ১৪ কোটি টাকা।

এছাড়াও ফারমার্স ব্যাংক ১০৫ কোটি টাকা কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার বিপরীতে ঋণ দিয়েছে মাত্র ২৪ কোটি ৯০ লাখ টাকা বা ২৩ দশমিক ৭১ শতাংশ।

মেঘনা ব্যাংক ৫৭ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ঋণ দিয়েছে মাত্র ১৩ কোটি ৩ লাখ টাকা বা ২২ দশমিক ৮৬ শতাংশ এবং সাউথ বাংলা ব্যাংকের ৯৮ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ঋণ দিয়েছে ৩৭ কোটি ৮৬ লাখ টাকা বা ৩৮ দশমিক ৬৩ শতাংশ।

তবে দুটি ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বিতরণ করেছে। ব্যাংক দুটি হল, মিডল্যান্ড ও এনআরবি ব্যাংক। এর মধ্যে মিডল্যান্ড ব্যাংক ৪৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ঋণ দিয়েছে ৯১ কোটি ১৩ লাখ। এনআরবি ব্যাংক ৫০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ঋণ দিয়েছে ৭০ কোটি টাকা। এছাড়াও এনআরবি গ্লোবাল ব্যাংক ৯৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ঋণ দিয়েছে ৮১ কোটি ৮৬ লাখ টাকা।

তথ্য অনুযায়ী, চলতি ২০১৬-১৭ অর্থবছরে কৃষি খাতে মোট ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ১৭ হাজার ৫৫০ কোটি টাকা। এর মধ্যে বেসরকারি দেশি ও বিদেশি ব্যাংকগুলোর জন্য লক্ষ্যমাত্রা রয়েছে নির্ধারিত আট হাজার ২৬০ কোটি টাকা। এর মধ্যে সাত মাসে কৃষি ঋণ বিতরণ করেছে ৬ হাজার ৬৪৬ কোটি টাকা যা লক্ষ্যমাত্রার ৮০ দশমিক ৪৬ শতাংশ। রাষ্ট্রীয় মালিকানাধীন আটটি ব্যাংক ঋণ বিতরণ করেছে পাঁচ হাজার ৫১২ কোটি টাকা। যাদের লক্ষ্যমাত্রা রয়েছে নয় হাজার ২৯০ কোটি টাকা। অর্থাৎ ছয় মাসে ঋণ বিতরণ করেছে লক্ষ্যমাত্রার ৫৯ দশমিক ৩৪ শতাংশ।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

০১ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test