E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

উত্তরায় ভবনের জমি পাচ্ছে বিজিএমইএ

২০১৭ মার্চ ০৬ ১৬:৪৬:৫৯
উত্তরায় ভবনের জমি পাচ্ছে বিজিএমইএ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতিকে (বিজিএমইএ) রাজধানীর উত্তরায় জমি দেবে সরকার। একই সঙ্গে আগামী দুই বছরের মধ্যে ওই জমিতে ভবন তৈরি করা হবে।

সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের রায় সবাইকে মাথা পেতে মেনে নিতে হবে। বিজিএমইএ আমাদের কাছে জমি চেয়ে আবেদন করেছে। আমরা তাদের উত্তরায় জমি দেব। আদালতের রায়ের পর শ্রমঘন এ সেক্টরে আর শ্রমিক অসন্তোষের আশঙ্কা নেই।

সর্বশেষ আইনি লড়াইয়ে হেরে যায় বিজিএমইএ। রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ভবন ভাঙার রায় পুনর্বিবেচনা সংক্রান্ত রিভিউ পিটিশন খারিজ করে দেন। ফলে বিজিএমইএ ভবনটি ভাঙতেই হচ্ছে।

তবে ভবনটি ভাঙার জন্য বিজিএমইএ কতদিন সময় পাবে সে ব্যাপারে বৃহস্পতিবার আদেশ দেবেন আপিল বিভাগ।

এর আগে দেশের সর্বোচ্চ আদালত লিভ টু আপিল খারিজের রায়ে অবিলম্বে ভবনটি ভাঙতে বিজিএমইএকে নির্দেশ দিয়েছিলেন। আদালত বলেছিলেন, ভবন ভাঙার যাবতীয় খরচ বিজিএমইএকেই বহন করতে হবে। বিজিএমইএ না ভাঙলে রায়ের কপি পাওয়ার ৯০ দিনের মধ্যে রাজউককে ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেন। এজন্য যে অর্থ প্রয়োজন তাও বিজিএমইএর কাছ থেকে নিতে বলা হয়।

(ওএস/এএস/মার্চ ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test