E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মোবাইল ব্যাংকিং সার্ভিস চার্জ যৌক্তিক পর্যায়ে রাখার দাবি

২০১৭ মার্চ ১২ ১৩:৫৯:৩০
মোবাইল ব্যাংকিং সার্ভিস চার্জ যৌক্তিক পর্যায়ে রাখার দাবি

স্টাফ রিপোর্টার : মোবাইল ব্যাংকিং এর সার্ভিস চার্জ যৌক্তিক পর্যায়ে রাখার পাশাপাশি নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

রোববার রাজধানীর তোপখানা রোডের নির্মল সেন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, দেশে বর্তমানে ৫৯ টি মূল ধারার ব্যাংকিং কার্যক্রম রয়েছে। জনমনে প্রশ্ন উঠেছে বিভিন্ন ব্যাংকের সেবার মান নিয়ে। প্রান্তিক পর্যায়ে এদের তেমন শাখা ও কার্যক্রম না থাকায় দেশের মোট জনসংখ্যার ৮৫ ভাগই মূল ধারার ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত।

বর্তমান বিশ্বে বাংলাদেশ মোবাইল ব্যাংকিং এ দ্বিতীয় ও এশিয়া মহাদেশে প্রথম স্থান অর্জন করেছে। মাঠ পর্যায়ে প্রায় ৬ লক্ষ এজেন্ট রয়েছে। দৈনিক লেনদেন হয় প্রায় ৭শ কোটি টাকা, যদিও এই লেনদেনের হিসেব নিয়ে আমাদের দ্বিমত রয়েছে। শুরু থেকেই ব্যাংক সেবা সম্পর্কে জনগণের তেমন একটা ধারণা না থাকা, জনমত যাচাই-বাছাই ও সচেতনতামূলক প্রচার না থাকায় এই সেবা কার্যক্রম শুরুতে অনিয়ম ও নিরাপত্তাহীনতার সম্মুখীন।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গাইড লাইনে কোথাও সার্ভিস চার্জ নির্ধারণ করে দেয়া হয়নি। বর্তমানে সার্ভিস চার্জ সব ব্যাংক ও প্রতিষ্ঠানের একই অর্থাৎ ১ দশমিক ৮৫ শতাংশ যা ১০০ টাকায় ১ দশমিক ৮৫ টাকা বা ১০ হাজার টাকায় ১৮৫ টাকা। আবার রিটেইলরা এর থেকেও অতিরিক্ত ২ শতাংশ আবার কোন কোন ক্ষেত্রে ২ দশমিক ৫০ শতাংশ বেশি নিয়ে থাকে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ড. হাবিবুর রহমান, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের সভাপতি হারুন অর রশিদ,বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি কবির চৌধুরী তন্ময়, গণমোর্চার সভাপতি মো. মাসুদ, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহারানে সুলতান বাহার প্রমুখ।

(ওএস/এসপি/মার্চ ১২, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test