E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

বিশ্বের ৭১ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে : তোফায়েল

২০১৭ জুন ০৫ ১২:৪৯:০০
বিশ্বের ৭১ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে : তোফায়েল

স্টাফ রিপোর্টার : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন চলতি অর্থবছরে বিশ্বের ৭১টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি চীনের সঙ্গে। এর পরিমাণ ছয় হাজার ৮৮১ দশমিক ৪৭ মিলিয়ন ডলার। এরপরই রয়েছে প্রতিবেশি দেশ ভারতের সঙ্গে। তাদের সঙ্গে বাণিজ্য ঘাটতির পরিমাণ তিন হাজার ৯৯৮ দশমিক ১৬ মিলিয়ন ডলার।

সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সংসদ সদস্য পিনু খানের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী। এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের চীনে ৭৩৬ দশমিক ৯৩ মিলিয়ন ডলার রফতানির বিপরীতে আমদানি হয়েছে সাত হাজার ৬১৮ দশমিক ৪ মিলিয়ন ডলার। ভারত থেকে ৫২২ দশমিক ৮৪ মিলিয়ন ডলার রফতানির বিপরীতে আমদানি হয়েছে চার হাজার ৫২১ মিলিয়ন ডলার।

এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, চলতি অর্থবছরে বাণিজ্য ঘাটতির পরিমাণ ৬ হাজার ৬২৫ দশমিক ৯৮ মিলিয়ন ডলার।

আমিনা বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত ২০১৫-১৬ অর্থবছরে দেশে মোট রফতানি আয়ের ৮৪ দশমিক ৮৮ শতাংশ বস্ত্র খাত থেকে এসেছে।

আ ফ ম বাহাউদ্দিন নাছিমের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ জানান, বর্তমানে দেশে লাইসেন্সপ্রাপ্ত কোনবো মাল্টি লেভেল কোম্পানি (এমএলএম) নেই। আইনভঙ্গ করে অবৈধভাবে কেউ এমএলএম ব্যবসা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে মন্ত্রণালয় থেকে চিঠি দেয়া হয়েছে।

(ওএস/এসপি/জুন ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test