মংলা বন্দরের আয় ২২৬ কোটি
এস.এম. সাইফুল ইসলাম কবির, মংলা বন্দর থেকে ফিরে : বাগেরহাটের মংলা বন্দর ঘুরে দাঁড়িয়েছে এ বছরে আয় ২২৬ কোটি টাকা রাজস্ব আয় বেড়েছে ১৫ শতাংশ সংকট নিরসনে ২৩টি প্রস্তাবনা।দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষঅর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। পাঁচ বছরের ব্যবধানে মংলা বন্দরের রাজস্ব আয় বেড়েছে প্রায় ১৫ শতাংশ। পাশাপাশি বেড়েছে বন্দরে বিদেশি জাহাজ আগমন ও কার্গো হ্যান্ডলিং (পণ্যের ওঠানামা)। তবে একই সময়ে আশঙ্কাজনক হারে কমেছে কনটেইনার আগমনের সংখ্যা।
বন্দর ব্যবহারকারীদের মতে, জেটিতে নাব্য সংকট, কনটেইনার হ্যান্ডলিংয়ের পর্যাপ্ত যন্ত্রপাতি ও কাস্টমস জটিলতা কাটিয়ে উঠতে পারলে এখানে আমদানি-রপ্তানি বহুগুণ বাড়বে। এতে ব্যবসা-বাণিজ্যে গতি ফিরবে ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। মংলা বন্দর কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, ২০১২-১৩ অর্থবছরে বন্দরে বিদেশি জাহাজ এসেছিল ২৮২টি। ২০১৬-১৭ অর্থবছরে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৩টি। একই সঙ্গে বন্দরে রাজস্ব আয় বেড়েছে ২২৬ কোটি টাকা।
জানা যায়, একসময়কার স্থবির হয়ে পড়া মংলা বন্দরে ২০১৬-১৭ অর্থবছরে রাজস্ব ব্যয় বাদে নিট মুনাফা হয়েছে প্রায় সাড়ে ৭১ কোটি টাকা। মংলা বন্দরের চেয়ারম্যান কমোডর এ কে এম ফারুক হাসান বলেন, আমদানি-রপ্তানিতে আশার সঞ্চার করেছে মংলা বন্দর। তারপরও কিছু সংকট পিছু ছাড়ছে না। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের তুলনায় মংলা বন্দরে কনটেইনার আনার খরচ বেশি পড়ে। পশুর চ্যানেলে ডুবন্ত রেক ও নাব্য সংকটের কারণে অনেক জাহাজ বন্দরে ভিড়তে পারে না। এ ছাড়া পর্যাপ্ত খালি কনটেইনারেরও সংকট রয়েছে।
আমদানিকারকরা জানিয়েছেন, সম্ভাবনা থাকা সত্ত্বেও নানা সংকটে এক বছরের ব্যবধানে বন্দরে কনটেইনার আগমনের সংখ্যা কমেছে কয়েকগুণ। বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটির দেওয়া তথ্যানুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে ২০ হাজার ৭১৭টি কনটেইনার আমদানি হয়। ২০১৬-১৭ অর্থবছরে তা কমে হয়েছে ১৭ হাজার ৮৪০ কনটেইনার।
এদিকে মংলা বন্দর কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবছরে বন্দরে আমদানি ও রপ্তানিতে ব্যবহৃত হয় ৪১ হাজার ৯৫৩টি কনটেইনার। কিন্তু ২০১৬-১৭ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৫২টিতে। আগের বছরের তুলনায় বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের হার কমেছে প্রায় ৩৫ শতাংশ।
মংলা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সুলতান হোসেন খান বলেন, অযৌক্তিক শুল্কায়ন ও কায়িক পরীক্ষার নামে সময়ক্ষেপণে মংলা বন্দরে আমদানিকৃত পণ্য খালাসে স্থবিরতা রয়েছে। চট্টগ্রাম কাস্টম হাউসে দ্বৈবচয়নের ভিত্তিতে আমদানি পণ্যের ১০ শতাংশ কায়িক পরীক্ষা করা হলেও মংলা কাস্টম হাউসে চালানের ১০০ শতাংশ পণ্যের কায়িক পরীক্ষার নামে হয়রানি করা হয়। ফলে আমদানিকারকরা এই বন্দর দিয়ে শিল্পের ‘ক্যাপিটাল মেশিনারিজ’ আনতে চান না। এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের আদেশ ‘ত্বরিত খালাস পদ্ধতি’ এখানে প্রায় অমান্য করা হয়।
তিনি বলেন, আর্থিক ক্ষতি ও হয়রানির কারণে বন্দর ব্যবহারকারীদের মধ্যে অনাগ্রহের সৃষ্টি হয়েছে। তবে বন্দর ঘিরে এসব সংকট নিরসনে গত ৫ আগস্ট বন্দরের উপদেষ্টা কমিটির ১৪তম সভায় নতুন ২৩টি প্রস্তাবনা দেওয়া হয়েছে। এর মধ্যে বন্দরের নিরাপত্তা, মংলা কাস্টমস হাউসের অফিস ও আবাসিক ভবন নির্মাণ, আকরাম পয়েন্টে গভীর নোঙর, মংলা-ঘষিয়াখালী চ্যানেলের নাব্য বজায় রাখতে ড্রেজিং অব্যাহত রাখার কথা বলা হয়েছে।
এ ছাড়া গত ১৬ জুলাই ড্রেজিং করপোরেশন অব ইন্ডিয়ার সঙ্গে মংলা বন্দর জেটি হতে রামপাল পাওয়ার প্লান্ট পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকা ড্রেজিংয়ের জন্য চুক্তি স্বাক্ষর হয়েছে। আগামী মাস থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত ড্রেজিং চলবে। জিটুজি এর আওতায় চায়নার অর্থায়নে বন্দরে কনটেইনার ইয়ার্ড নির্মাণ, পশুর চ্যানেলে ডুবন্ত রেক অপসারণ ও জেটির নিচে জমে থাকা পলি ভেঙে পড়া রোধ করতে একাধিক প্রকল্প নেওয়া হয়েছে।
বন্দর ব্যবহারকারীদের মতে, পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে সংকটের সমাধান করা গেলে মংলা বন্দরের অপার সম্ভাবনাকে কাজে লাগানো যাবে। সেই সঙ্গে বন্দরে আমদানি-রপ্তানি বাড়বে ও অবহেলিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে।
বন্দর চেয়ারম্যান কমোডর ফারুক হাসান আরও বলেন, ‘পদ্মা সেতু এখনও হয়নি। ২০১৮ সালের মধ্যে যখন পদ্মা সেতু হবে তখন এ পরিস্থিতির আরও উন্নতি হবে। ঢাকা থেকে মংলা বন্দরের দূরত্ব কম হবে, এতে সময় কম লাগবে। এ কারণেই রফতানিযোগ্য আর এমজিগুলো মংলা বন্দর দিয়ে রফতানি হবে, তাতে কোনও সন্দেহ নেই মংলা বন্দর আরও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে।
(এসআইকে/এসপি/আগস্ট ১৩, ২০১৭)
পাঠকের মতামত:
- আরও ১১৮ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল
- ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৩৭
- ছয় উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন
- পাচারকৃত অর্থ ফেরত আনতে সিঙ্গাপুরের সহায়তা চান প্রধান উপদেষ্টা
- চরমপন্থী নেতা শহিদ হত্যা মামলায় গ্রেফতার ২
- জাতীয় সাঁতারের প্রথম দিনে চার রেকর্ড
- মিথুনের লেখা গান গাইলেন রাজীব
- উপদেষ্টাদের দায়িত্বে রদবদল
- শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা
- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের সাতক্ষীরা জেলা শাখার কর্মী সভা
- শতবর্ষী গাছে ব্যতিক্রমী সবজির দোকান
- সাতক্ষীরার ঝাউডাঙ্গা থেকে স্বর্ণের বারসহ পাচারকারী আটক
- বাগেরহাটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ
- ডাকাতির প্রস্তুতিকালে কারসহ দুই গরুচোর গ্রেফতার
- ‘কাপ্তাই লেকের ড্রেজিং হওয়া অত্যন্ত জরুরী’
- শ্বশুরকে পেটালেন পুত্রবধূ ও নাতনি, থানায় অভিযোগ
- দখল-দূষণে অস্তিত্ব হারাচ্ছে চন্দনা নদী
- ফরিদপুরে সার্বজনীন পুজা মন্দিরে যেতে বাধা দেওয়ার অভিযোগ এলাকাবাসীর
- বাগেরহাটে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার, মা-ছেলে গ্রেফতার
- টাঙ্গাইলে ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি
- কাপাসিয়ায় নবাগত ইউএনও'র সাথে সাংবাদিকদের মতবিনিময়
- গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা দিদার হত্যা মামলায় গ্রেপ্তার ৫
- আওয়ামীলীগ সরকারের রোষানলে চাকুরিচ্যুত হাছিনুর, চান পুনর্বহাল
- দিনাজপুরে দীর্ঘ ২৫ বছর পর 'আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি' গঠন
- জুলাই বিপ্লবে শহীদ ঝিনাইদহের ২ পরিবারের পাশে বিএনপি
- কুকুর নেতা ফখরার দিনকাল!
- দুই আসামির ফাঁসি কার্যকর হতে পারে আজ রাতেই
- বান্দরবানে স্কুল-কলেজ শিক্ষার্থীদের জঙ্গি বিরোধী মানববন্ধন
- গাজীপুরে পিস্তলসহ আটক ২
- নাটোরে নন এপিও শিক্ষক কর্মচারীদের মানববন্ধন
- দলীয় মনোনয়ন প্রদানের মাপকাঠিতে ইকবাল হোসেন অপুই হতে পারেন নৌকার মাঝি
- রাজশাহীতে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ৩
- রায়পুরায় নির্বাচনী সহিংসতায় নিহত ৩
- ৯ পুলিশ সুপারকে বদলি
- জরুরি প্রয়োজন ছাড়া বাইরে গেলেই জরিমানা করবে র্যাব
- ‘মানুষ হত্যা করে বেহেশত পাওয়া যায় না’
- মুক্তিযুদ্ধের উৎকর্ষে একাত্তরের জুলাই এবং বন্ধু প্রতীম ভারত
- সড়ক দুর্ঘটায় উপজেলা চেয়ারম্যানসহ নিহত ৪
- চাকায় ঘোরে ভাগ্যের চাকা
- নরসিংদীতে নির্বাচনী সহিংসতা, নিহত ৩
- ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতায় বাধা সৃষ্টি করছে
- রেটিনা কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
- নারী চিকিৎসককে গলা কেটে হত্যা: প্রেমিক রেজার দায় স্বীকার
- বঙ্গোপসাগরে নিখোঁজ থাকা ১২ জেলে উদ্ধার
- ‘সেবক হিসেবে মানুষের জন্য কাজ করার সুযোগ চাই’