E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দেবে কেন্দ্রীয় ব্যাংক

২০১৪ জুন ২৮ ১২:৪৬:৩২
ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দেবে কেন্দ্রীয় ব্যাংক

ডেস্ক রিপোর্ট : ক্ষুদ্র উদ্যোক্তাদের সহযোগিতার জন্য ১০০ কোটি টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক। ‘কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা পুনঅর্থায়ন তহবিল’ নামে এ ঋণ তহবিলের নাম দেওয়া হয়েছে। এ খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ বিতরণ করার জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাত উন্নয়নের মাধ্যমে দেশের শিল্পকে উন্নত করার জন্য এ ঋণ তহবিল কাজ করবে।

যারা নতুন উদ্যোক্তা এবং যারা ইতোপূর্বে কোনো ঋণ গ্রহণ করেনি তারাই এই ঋণ নিতে পারবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নারী উদ্যোক্তা, উদ্ভাবনী ও সৃজনশীল উদ্যোগ, আইসিটি খাত, আমদানী বিকল্প উদ্যোগ, রফতানীমুখী উদ্যোগ, কারিগরি শিক্ষায় শিক্ষিত উদ্যোক্তরা এ ঋণ পেতে অগ্রাধিকার পাবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়।

বর্তমান ব্যবস্থায় নতুন উদ্যেক্তরা সহজে ঋণ না পাওয়ায় সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য এ তহবিল গঠন করা হয়েছে বলে জানা গেছে। জামানাত ছাড়া একজন সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং জামানতের বিপরীতে সর্বোচ্চ ২৫ লাখ টাকা ঋণ নিতে পারবে। ঋণের সুদের হার ১০ শতাংশের বেশি হবে না। এ ঋণের মেয়াদ হবে ১, ৩ ও ৫ বছরের। ছয় মাসের গ্রেস পিরিয়ড থাকবে ঋণ পরিশোধের জন্য।

ব্যাংকগুলো যদি উদ্যোক্তাদের জন্য এ বিষয়ে প্রশিক্ষণ এবং সহায়তা দিয়ে থাকে তা সিএসআর কার্যক্রমের আওতা হিসাবে দেখানো যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ।

সরকারি উদ্যোক্তা উন্নয়ন প্রতিষ্ঠান এসএমই ফউন্ডেশন, যুব উন্নয়ন অধিদফতর, মহিলা বিষয়ক অধিদফতর, বিসিক এবং ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ (ডিসিসিআই), ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি), বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ (বিডবি উসিসিআই), নাসিবের কাছ থেকে বা স্বপ্রশিক্ষিত ব্যক্তিরা এ খাত থেকে সকল তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ নিতে পারবেন। তবে এ প্রকল্পে মহিলা উদ্যোক্তরা অগ্রাধিকার পাবেন।

(ওএস/এইচআর/জুন ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

০৯ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test